Published : 31 May 2024, 02:46 PM
তরজমা ও তথ্য সন্নিবেশ : সৈয়দ তারিক
মার্কিন গায়িকা, গীতিকার, অভিনেত্রী ও লেখক ম্যাডোনা (পুরো নাম : Madonna Louise Ciccone) ১৯৫৮ সালে মিশিগানে জন্মগ্রহণ করেন। ১৯৮০-র দশক হতে তিনি 'পপের রানি' অভিধায় খ্যাতনামা। তার গায়ন ও দৃশ্যমান উপস্থাপনা শৈল্পিক প্রকাশের সীমানা বাড়িয়েছে। তার গানের বিষয়বস্তুতে সামাজিক, রাজনৈতিক, যৌনতামূলক ও ধর্মীয় ভাববস্তু নানা আলোচনা-সমালোচনা ও বিতর্ক তৈরি করেছে।
আধুনিক নৃত্যের পেশা গ্রহণ করবার কথা ভেবে ১৯৭৮ সালে ম্যাডোনা নিউ ইয়র্কে যান। দুটি রক ব্যান্ড গ্রুপে ড্রামার, গিটারিস্ট ও ভোকালিস্ট হিসাবে কাজ করবার পর ১৯৮২ সালে একটি রেকর্ড কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হন ও পরের বছর স্বনামে তার প্রথম অ্যালবাম প্রকাশিত হয়। এরপর ক্রমে আরও অ্যালবাম বের হতে থাকে। এগুলো খুবই জনপ্রিয় হয়। এরপর কয়েকটি সিনেমায় অভিনয় করার ফলে তার খ্যাতি ও পরিচিতি আরও বেড়ে যায়। পৃথিবীব্যাপী ত্রিশ কোটি রেকর্ড বিক্রি হবার পর, গিনেস বিশ্বরেকর্ড অনুযায়ী, ম্যাডোনা এ যাবৎকালের সর্বাধিক রেকর্ড বিক্রি-হওয়া নারী কণ্ঠশিল্পীর মর্যাদা লাভ করেন। এরপর ম্যাডোনা Maverick নামে একটি বিনোদনমূলক প্রতিষ্ঠান গঠন করেন। তিনি বিভিন্ন দান-সাহায্যমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকেন।
//Material Girl//
বিশ শতকের শেষে বিশেষত পশ্চিমের দেশগুলোয় বিদ্যমান বৈষয়িক ও ভোগবাদী মনোবৃত্তির চমৎকার পরিস্ফুটন ঘটেছে এই গানটিতে। প্রেম-ট্রেম কিচ্ছু নয়, আমার বস্তুকেন্দ্রিক ব্যবহারিক চাহিদা যে মেটাতে পারবে কেবল সে-ই আমার কাছে বাঞ্ছিত। এত স্পষ্ট এরকম স্বীকারোক্তিমূলক ঘোষণায় কালের একটি প্রবল বৈশিষ্ট্যকে একদম সোজাসাপ্টাভাবে তুলে ধরে গানটি।
পপের রানি ম্যাডোনার গাওয়া এই গানটি ১৯৮৫ সালে মুক্তি পায় আমেরিকায়। সাথে সাথে সুপারহিট। গানটি রচনা করেন পিটার ব্রাউন ও রবার্ট র্যান্স।
//বৈষয়িক মেয়ে//
কিছু ছেলে আমাকে চুমু খায়
কিছু ছেলে আমাকে জড়িয়ে ধরে
আমি মনে করি তারা ঠিকই আছে,
যদি তারা আমাকে ঠিকঠাক কৃতিত্ব না দেয়
তবে আমি হেঁটে চলে যাই,
তারা চাইতে পারে আর আবেদন করতে পারে
তবে তারা আলো দেখতে পায় না (সেটা ঠিক)
কারণ শীতল নগদ টাকা যে-ছেলের আছে
সেই তো জ্বি হুজুর
কারণ আমরা এক বৈষয়িক জগতে বাস করি
আর আমি এক বৈষয়িক মেয়ে
তুমি জানো, আমরা বাস করি এক বৈষয়িক জগতে
আর আমি এক বৈষয়িক মেয়ে।
কিছু ছেলে প্রেমানন্দে মাতে
কিছু ছেলে নাচে ধীর লয়ে
এই সবই ঠিক আছে আমার জন্যে
তারা যদি আমার আগ্রহ জাগাতে না পারে
আমার তো তাদেরকে তাদের মতো হতে দিতে হয়
কিছু ছেলে চেষ্টা করে, কিছু ছেলে মিথ্যা বলে
আমি তাদের খেলতে দিই না (কোনোভাবেই)
কেবল যে ছেলেরা পয়সা বাঁচায়
তারা আমাকে বৃষ্টির দিন যাপন করায়
কারণ আমরা বৈষয়িক জগতে বাস করি
কারণ আমি এক বৈষয়িক মেয়ে
বাস করি বৈষয়িক জগতে...
Material Girl
Some boys kiss me
Some boys hug me
I think they're ok
If they don't give me proper credit
I just walk away
They can beg and they can plead
But they can't see the light (that's right)
'Cause the boy with the cold hard cash
Is always Mister Right
'Cause we are living in a material world
And I am a material girl
You know that we are living in a material world
And I am a material girl
Some boys romance
Some boys slow dance
That's all right with me
If they can't raise my interest then I
Have to let them be
Some boys try and some boys lie but
I don't let them play (no way)
Only boys who save their pennies
Make my rainy day
'Cause we're living in a material world
And I am a material girl
You know that we are living in a material world
And I am a material girl
Living in a material world
And I am a material girl
You know that we are living in a material world
And I am a material girl
Living in a material world (material)
Living in a material world
Living in a material world (material)
Living in a material world
Boys may come and boys may go
And that's all right you see
Experience has made me rich
And now they're after me
'Cause everybody's living in a material world
And I am a material girl
You know that we are living in a material world
And I am a material girl
Living in a material world
And I am a material girl
You know that we are living in a material world
And I am a material girl
A material, a material, a material, a material world
Living in a material world (material)
Living in a material world
Living in a material world (material)
Living in a material world
Living in a material world (material)
Living in a material world
Living in a material world (material)
Living in a material
Songwriters: Peter Brown / Robert Rans
//Papa Don't Preach//
মার্কিন পপ গানের শিল্পী ম্যাডোনার গাওয়া এই গানটির রেকর্ড প্রকাশিত হয় ১৯৮৬ সালে। গানটির রচয়িতা ব্রায়ান এলিয়ট, ম্যাডোনা এর সাথে আরও যোগ করেন। গানটি বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় হয়। গানটির সুরের শৈলীতে পপ ও ক্লাসিক্যালের মিশ্রণ রয়েছে। একটি অল্পবয়সী মেয়ের গর্ভধারণ গানটির বিষয়ের পরিপ্রেক্ষিত।
তবে গানটির বিষয়বস্তু বিতর্কিতও হয়। মেয়েদের বিভিন্ন সংগঠন ও পরিবার পরিকল্পনা-ওয়ালারা এই গানে টিনেজ মেয়েদের গর্ভধারণকে উৎসাহিত করা হচ্ছে, এই অভিযোগ তোলে। অন্যদিকে গর্ভপাত-বিরোধী দলগুলো গানটির মধ্যে গর্ভপাতের বিরোধিতার চমৎকার বার্তা দেখতে পান। ম্যাডোনা গানটিকে উৎসর্গ করেন ভ্যাটিকানের পোপ জন পোল (দ্বিতীয়)-এর উদ্দেশে। এইটাও উত্তাপ তৈরি করে। পোপ ইতালির সংগীতানুরাগীদের ম্যাডোনার কনসার্ট বয়কট করবার আহ্বান জানান। সব মিলিয়ে গানটি বেশ আলোড়ন তৈরি করে।
//আব্বু, দিও না উপদেশ//
আব্বু, জানি মর্মাহত হয়ে যাবে তুমি
কারণ তোমার কাছে ছিলাম সব সময় ছোট্ট এক মেয়ে
কিন্তু জানা দরকার তোমার এখন
আমি আর নই তো শিশুটি।
আমাকে তো শিখিয়েছ ভুল আর ঠিকের বয়ান
তোমার সাহায্য চাই, আব্বা, তুমি একটু শক্ত হও
ছোট হতে পারি তবু জানি আমি কী বলতে চাই।
সাবধান করেছিলে যাকে নিয়ে তুমি
বলেছিলে যাকে ছাড়া চলবে আমার
আমরা দুজনে মিলে পাকিয়েছি একটা ঝামেলা ভয়ানক
চাই না বলতে কিছু আমি
দয়া করে...
আব্বু, দিও না উপদেশ
গভীর সমস্যায় পড়ে গেছি আমি
আব্বু, দিও না উপদেশ
ঘুমহারা হয়ে গেছি আমি
তবে আমি মনে মনে করেছি তো ঠিক
বাচ্চাটি রেখে দেব আমি
আহা, আমার বাচ্চাটিকে রেখে দেব আমি।
[দ্বিতীয় অংশ]
বলেছে সে বিয়ে নাকি করবে আমাকে
ছোট এক সংসার হবে আমাদের
হয়তো আমরা হয়ে যাব ঠিকঠাক
এটাকে একটা নিবেদন ধরা যাক।
বন্ধুরা আমার বলে ফেলে দিতে একে
বলে, আমি ছোট খুব, আমার উচিত নিজে বাঁচা,
এখন আমার শুধু ভালো কোনো পরামর্শ চাই,
দয়া করে...
আব্বু, দিও না উপদেশ
গভীর সমস্যায় পড়ে গেছি আমি
আব্বু, দিও না উপদেশ
ঘুমহারা হয়ে গেছি আমি
তবে আমি মনে মনে করেছি তো ঠিক
বাচ্চাটি রেখে দেব আমি
আহা, আমার বাচ্চাটিকে রেখে দেব আমি।
আব্বা, আব্বা, তুমি দেখ যদি, কতই না ভালো আচরণ করে সে আমার সাথে
এখনই তোমার দোয়া দেবে তুমি আমাদের ঠিক
কারণ আমরা আছি প্রেমে
আমরা রয়েছি প্রেমে তাই, দয়া করে...
আব্বু, দিও না উপদেশ
গভীর সমস্যায় পড়ে গেছি আমি
আব্বু, দিও না উপদেশ
ঘুমহারা হয়ে গেছি আমি
তবে আমি মনে মনে করেছি তো ঠিক
বাচ্চাটি রেখে দেব আমি
আহা, আমার বাচ্চাটিকে রেখে দেব আমি।
Papa don't preach
Papa I know you're going to be upset
'Cause I was always your little girl
But you should know by now
I'm not a baby
You always taught me right from wrong
I need your help, daddy please be strong
I may be young at heart
But I know what I'm saying
The one you warned me all about
The one you said I could do without
We're in an awful mess
And I don't mean maybe, please
Papa don't preach I'm in trouble deep
Papa don't preach, I've been losing sleep
But I made up my mind, I'm keeping my baby, hm
I'm gonna keep my baby, hm
He says that he's going to marry me
We can raise a little family
Maybe we'll be all right
It's a sacrifice
But my friends keep telling me to give it up
Saying I'm too young, I ought to live it up
What I need right now is some good advice, please
Papa don't preach, I'm in trouble deep
Papa don't preach, I've been losing sleep
But I made up my mind, I'm keeping my baby, hm
I'm gonna keep my baby, ooh ooh
Daddy, daddy if you could only see
Just how good he's been treating me
You'd give it some blessing right now
'Cause we are in love
We are in love (in love), so please (so)
Papa don't preach, I'm in trouble deep
Papa don't preach, I've been losing sleep
But I made up my mind, I'm keeping my baby, hm
I'm gonna keep my baby, ooh ooh
Papa don't preach, I'm in trouble deep
Papa don't preach, I've been losing sleep
Papa don't preach, I'm in trouble deep
Papa don't preach, I've been losing sleep
Papa don't preach (Oh, I'm gonna keep my baby)
Papa don't preach (Ooh)
Papa don't preach (Don't you stop loving me daddy)
Papa don't preach (I know I'm keeping my baby)