০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২
জন্ম ১৯৯৬ সালে। আইন বিষয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের প্রাতিষ্ঠানিক পাঠ চুকিয়ে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক ঢাকা জজ কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। আইনভিত্তিক সংস্থা বাংলাদেশ ল অ্যালায়েন্সের সভাপতি। রাজনীতি, মানবাধিকার এবং আইন ও বিচার ব্যবস্থা নিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। সংবিধান আগ্রহের অন্যতম প্রধান বিষয়।
সংবিধান সরকারকে জনগণের নিয়ন্ত্রণের মধ্যে রাখার কথা। অথচ বিগত সরকারগুলোর শাসনামলে এটা স্পষ্ট হয়েছে যে সংবিধানকে পুঁজি করে সরকার জনগণকে নিয়ন্ত্রণে নিয়ে চূড়ান্ত পর্যায়ের অপশাসন চালিয়েছে।