১১ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
সাংবাদিক, কবি ও কলাম-লেখক। প্রধান সম্পাদক সিলেট টুডে টোয়েন্টিফোর। প্রকাশিত বই পাঁচটি–চারটি কবিতার, একটি কলাম সংকলন। লেখালেখির শুরু নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে। জন্ম-বেড়ে ওঠা, লেখাপড়া সবই সিলেটে। সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর। বর্তমানে লেখালেখির আগ্রহের কেন্দ্রে রয়েছে রাজনীতি ও মানবাধিকার।
কে কোথায় কোন ‘মাফিয়া বাহিনী’ দ্বারা আশ্রিত বা পুনর্বাসিত, এসব দাবি-প্রচারণা ধর্ষকের অপরাধকে হালকা করে। ধর্ষককে ধর্ষক হিসেবে দেখে, সমাজকে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে, প্রশাসনকে দায়িত্বশীল হতে হবে।