Published : 05 Jun 2025, 12:28 AM
দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট লি জে মিয়ংকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বুধবার এক বার্তায় তিনি বলেন, “বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি কোরিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।
“আপনার বিজয় আপনার নেতৃত্ব ও জাতির প্রতি আপনার দৃষ্টিভঙ্গির প্রতি কোরিয়ার জনগণের গভীর আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। আপনার দেশের নাগরিকদের প্রত্যাশা পূরণে, কোরিয়াকে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার পথে এগিয়ে নিতে আমরা আপনার সাফল্য কামনা করি।”
প্রধান উপদেষ্টার দপ্তর এক বিজ্ঞপ্তিতে বলেছে, অভিনন্দন বার্তায় বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন সরকারপ্রধান। এই সম্পর্ক শ্রদ্ধা, বন্ধুত্ব ও অভিন্ন মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত বলে মন্তব্য করেন তিনি।
ইউনূস বলেন, “কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে কোরিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ও অন্যতম প্রধান বিদেশি বিনিয়োগকারী হিসেবে কাজ করে যাচ্ছে। আমি আশাবাদী, আপনার দূরদর্শী নেতৃত্বে আমাদের দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় হবে এবং নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হবে, যা আমাদের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।”
প্রধান উপদেষ্টা স্মরণ করে বলেন, তিনি ও প্রেসিডেন্ট লি ক্ষুদ্রঋণের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে অভিন্ন দর্শনে বিশ্বাসী।
সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অভিশংসনের মাধ্যমে অপসারণের পর আগাম নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট বেছে নিয়েছেন দক্ষিণ কোরিয়ার ভোটাররা। দেশটির নতুন প্রেসিডেন্ট হয়েছেন উদারপন্থি লি জে মিয়ং।
মঙ্গলবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী লি ৪৯ দশমিক ৪২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির প্রার্থী কিম মুন সু পান ৪১ দশমিক ১৫ শতাংশ ভোট।