Published : 17 Jun 2025, 01:59 PM
ভারতের গুজরাটে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় ২৭৪ জনের প্রাণহানির পর নিজেদের বহরে থাকা বোয়িং ৭৮৭ সিরিজের সব উড়োজাহাজ পরীক্ষা-নিরীক্ষা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, সম্প্রতি এয়ার ইনডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে, যার কারণ উদঘাটনে তদন্ত চলছে। এর মধ্যে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানের বহরে থাকা সব ড্রিমলাইনারের পরীক্ষা শুরু করেছে সংস্থার প্রকৌশল বিভাগ।
এ উদ্যোগের আওতায় ইঞ্জিন ফুয়েল সিস্টেম, ইলেকট্রনিক ইঞ্জিন কন্ট্রোল, ইলেকট্রিক্যাল পাওয়ার, হাইড্রোলিক সিস্টেম, এয়ার কন্ডিশনিং, ফ্লাইট কন্ট্রোল সিস্টেম ইত্যাদির মান যাচাই করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ার ইনডিয়ার উড়োজাহাজ দুর্ঘটনার তদন্ত শেষে নির্মাতা কোম্পানি বোয়িং রক্ষণাবেক্ষণ প্রশ্নে যেসব নির্দেশনা দেবে তা সঙ্গে সঙ্গে বাস্তবায়নের জন্য বিমানের প্রকৌশল বিভাগ প্রস্তুত রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমানে ছয়টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে চারটি বোয়িং ৭৮৭-৮ মডেলের; বাকি দুটি বোয়িং ৭৮৭-৯ মডেলের। এসব উড়োজাহাজ রক্ষণাবেক্ষণে নির্ধারিত সময়ে এয়ারক্রাফট মেইনটেন্যান্স প্রোগ্রাম অনুসরণ করার কথা জানিয়েছে বিমানের প্রকৌশল বিভাগ।
গত বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৬ সেকেন্ড পরই বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার নিয়ন্ত্রণ হারিয়ে এক মেডিকেল কলেজের হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে ওঠে উড়োজাহাজটি, যার ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জন নিহত হন।
মেডিকেল শিক্ষার্থীসহ সবমিলে ২৭৪ জনের প্রাণহানির পর বোয়িং ৭৮৭ সিরিজের সব উড়োজাহাজের খুঁটিনাটি পরীক্ষার উদ্যোগ নিয়েছে ভারত সরকার।