Published : 14 Jun 2025, 07:36 PM
দেশে ২৪ ঘণ্টায় আরও সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে চলতি বছর শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৬২ জনে। এদের মধ্যে ১০৪ জন শনাক্ত হয় চলতি জুন মাসে।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শনিবার সকালে থেকে আগের ২৪ ঘণ্টায় ১৩৯টি নমুনা পরীক্ষা করে সাতটিতে করোনাভাইরাস পাওয়া যায়। শনাক্তের হার ৫ দশমিক ০৪ শতাংশ।
১৩৯টির মধ্যে ঢাকায় ৮৪টি নমুনা পরীক্ষা করে ৪ জনের এবং চট্টগ্রামে ৫৪টি নমুনা পরীক্ষা করে তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়।
দেশে ২০২০ সালে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর শনিবার পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ৯৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। করোনাভাইরাস পাওয়া যায় ২০ লাখ ৫১ হাজার ৮০৭টি নমুনায়। মৃত্যু হয় ২৯ হাজার ৫০২ জনের।
মহামারী শুরুর প্রথম বছর ২০২০ সালে ৭ হাজার ৫৫৯ জনের প্রাণ কাড়ে করোনাভাইরাস। এরপর সবচেয়ে বেশি ২০ হাজার ৫১৩ জনের মৃত্যু হয় ২০২১ সালে।
২০২২ সালে ১ হাজার ৩৬৮ জন, ২০২৩ সালে ৩৭ জন ও ২০২৪ সালে ২২ জনের মৃত্যু হয় প্রাণঘাতী এ ভাইরাসে।
ভারতসহ পাশের কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং অন্যান্য দেশে ধরনটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় নতুন সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা জরুরি প্রয়োজন ছাড়া ভারত এবং ভাইরাস ছড়ানো অন্যান্য দেশে ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে। পাশাপাশি ঝুঁকি মোকাবেলায় সব স্থল ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি বাড়াতে হলা হয়েছে সেখানে।