Published : 27 May 2025, 06:55 PM
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এইডিস মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনী কাজ করবে— ডিএনসিসি প্রশাসকের এমন বক্তব্য নাকচ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এ ধরনের কার্যক্রমে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা নেই।
এর আগে সোমবার সেনাবাহিনীর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একই বক্তব্য দিয়েছিলেন কর্নেল শফিকুল ইসলাম।
গত ২২ এপ্রিল নগর ভবনে এক ব্রিফিংয়ে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “ঢাকা উত্তরে মশার ওষুধ ছিটানোর কার্যক্রম ঠিকাদারকে দিয়ে করানো হচ্ছে। সে অবস্থান থেকে সরে এসেছে ডিএনসিসি। এখন থেকে সেনাবাহিনী মশা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে।”
তার ওই বক্তব্যের বিষয়ে আইএসপিআর তাদের বিজ্ঞপ্তিতে বলছে, সম্প্রতি সংবাদমাধ্যমে আসা এক বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক বলেছেন, আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা ও এইডিস মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে।
“সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের কোনো কার্যক্রমের বিষয়ে অবগত নয় এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা নেই।”
বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এ ধরনের কার্যক্রম (মশক নিধন- বর্জ্য ব্যবস্থাপনা) পরিচালনার জন্য সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থাসমূহকে দায়িত্ব দেওয়াই যৌক্তিক বলে মনে করে বাংলাদেশ সেনাবাহিনী।
আরও পড়ুন
ঢাকা উত্তরে এইডিস মশা নিয়ন্ত্রণে কাজ করবে সেনাবাহিনী: ডিএনসিসি