Published : 17 May 2025, 07:43 PM
সাধারণের ‘চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে’ এবার ঢাকা সেনানিবাসের আশপাশের কয়েকটি সড়কে সভাসমাবেশ নিষিদ্ধ করার কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর।
রাজধানীতে বিভিন্ন দাবিতে আন্দোলন ও অবস্থান কর্মসূচির মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কয়েকটি সড়কে সমাবেশ নিষিদ্ধ ঘোষণার পর সেনাবাহিনীর তরফে এ ঘোষণা এল।
শনিবার এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, ’সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে’ রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এর অধীনে থাকবে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শনের মত কর্মসূচি।
সড়কগুলো হল-
কচুক্ষেত সড়ক, বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকা।
এদিকে নিষেধাজ্ঞা জারি নিয়ে আইএসপিআরের বিজ্ঞপ্তির পর ঢাকা মহানগর পুলিশও (ডিএমপি) এ নিয়ে গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এতে বলা হয়, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ অনুযায়ী রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব স্থানে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার ডিএমপি প্রধান বিচারপতির সরকারি বাসবভনসহ বিচারালয় ঘিরে সব ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করে।
পুলিশ অধ্যাদেশ অনুযায়ী ডিএমপি কমিশনার ওই নির্দেশনা দিয়েছিলেন।
সেদিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল-
প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের সড়ক।
এর আগে ১০ মে একইভাবে ডিএমপি কমিশনার প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার কথা তুলে ধরে বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোডে যেকোন প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেন।
এসব এলাকায় গত মার্চেও এমন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
প্রধান বিচারপতির বাসভবনসহ আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ