Published : 19 Jun 2025, 04:33 PM
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নির্বাচনে অংশ নিতে ‘বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ’ নামে একটি প্যানেল আত্মপ্রকাশ করেছে।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ প্যানেলের সভাপতি হিসেবে বাংলাদেশ সিএনজি মেশিনারিজ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জাকির হোসেন নয়নের নাম ঘোষণা করা হয়।
পরিষদের পক্ষ থেকে এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি ও পরিষদের প্রধান উপদেষ্টা আবুল কাশেম সভাপতির নাম ঘোষণা করেন। এ সময় অন্য সদস্যরা এ প্রস্তাবে সমর্থন দেন। শিগগিরই বাকি প্রার্থীদের নামসহ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
আগামী ৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এফবিসিসিআই নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও পরিচালক পদে ভোট হবে। এবার পরিচালনা পর্ষদ নির্বাচন হবে নতুন বিধিমালা অনুযায়ী, তাতে পরিচালনা পর্ষদের আকার ৮০ থেকে কমে ৪৬ জনে আসবে।
প্যানেল সভাপতি হিসেবে অনুষ্ঠানে জাকির হোসেন নয়ন বলেন, “বিগত স্বৈরাচার সরকারে সময় সভাপতি নির্বাচিত হতো রাজনৈতিক সিদ্ধান্তে। সেই সময় সাধারণ ভোটারের তেমন মূল্য ছিল না। বিরোধী মতের কেউ নির্বাচন করতে চাইলে তাকে নানান মামলা দিয়ে হয়রানি করা হতো। ফেডারেশনে ঢুকতে দেওয়া হতো না।
“এখন সংস্কার হওয়াতে এই চর্চা থাকবে না। সবাইকে সাধারণ ব্যবসায়ীদের ভোটে আসতে হবে। এতে ব্যবসায়ীদের মূল্যায়ন করতে হবে। তাদের কাছে যেতে হবে। রাজনৈতিক প্রভুদের কাছে না গেলেও সমস্যা নেই। ব্যবসায়ীদের সমস্যা সমাধান না করলে তারা ভোট দেবে না।”
নয়ন বলেন, “আমি মাঝারি খাতের ব্যবসায়ী। এর আগে মাঝারি খাতের ব্যবসায়ীরা নমিনেশন তোলার সাহসই পেতেন না। একটি বিশেষ স্থান থেকে ওহি নাজিলের মাধ্যমে সভাপতি নির্বাচিত হতো।
“ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বের কোনো অভিজ্ঞতা না থাকলেও ওই ওহি নাজিলের কারণে দুর্বল চেম্বারের নেতাকেও সভাপতি বানানো হয়েছে এবং যারা ব্যবসায়ীদের স্বার্থ অগ্রাধিকার না দিয়ে রাজনৈতিক স্বার্থকে বিবেচনায় নিতো, এবার এটিকে রহিত করা হয়েছে।”
সংবাদ সম্মেলনে নিজের প্যানেলের কিছু ইশতেহার তুলে ধরেন জাকির হোসেন নয়ন।
তিনি বলেন, “এলডিসি গ্রাজুয়েশন হলে আরএমজি খাতের রপ্তানি কমে যাবে ৮ বিলিয়ন ডলার। এর বিপরীতে রপ্তানির বৈচিত্রায়ন না হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাবে না।
“এজন্য আমরা চারকোল, মাছের আঁশের মতো খাতগুলোকে আধুনিকায়ন করার চেষ্টা করব। তাছাড়া পোশাক রপ্তানিতে বৈচিত্র্য আনতে হালাল পোশাক প্রস্তুতে জোর দিতে হবে। এতে অপ্রচলিত বাজার একদিকে বাড়বে, অন্যদিকে রপ্তানিতেও নেতিবাচক প্রভাব পড়বে না।”
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এফবিসিসিআইর সাবেক পরিচালক গিয়াস উদ্দীন খোকন, বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের সদস্য সচিব জাকির হোসেন, সদস্য বেলায়েত হোসেন, আনিসুর রহমান বাদশা।