Published : 27 Mar 2025, 03:13 PM
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ‘সতর্ক’ অবস্থানের কারণে ঈদের সময়ে অপ্রত্যাশিত কোনো কিছু ঘটার শঙ্কা দেখছেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
তিনি বলেন, “আমরা আশা করছি অপ্রত্যাশিত কিছু হবে না। আইনশৃঙ্খলা বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবে। আমরা আশা করছি আল্লাহ নিশ্চই আমাদের দেশকে যত রকম বিপদ থেকে রক্ষা করেছেন, এবারও তার রহমতের চাদরে আমাদের সবাইকে ঢেকে রাখবেন।”
বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন সিনিয়র সচিব নাসিমুল গনি।
তিনি বলেন, “আমাদের পুলিশ বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছুটিতে নেই। তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য। ঈদের বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে চলে যাবে। তাদের যাত্রাটা আনন্দদায়ক করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। সেখানে বাস মালিক সমিতি, পরিবহন সমতি, তাদের সহযোগিতা নিয়ে আমরা নিরাপদের চেষ্টা করছি।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পুলিশের ২৪ ঘণ্টার চাকরি। থানাটা এমন একটা অফিস, এটা ১৮৬১ সালে শুরু হয়েছিল, দিবা রাত্র চলেছে।”
চব্বিশের গণঅভ্যুত্থানের আগে থানা কোনোদিন ‘বন্ধ হয়নি’ জানিয়ে তিনি বলেন, “এখন আবার চালু হইছে। সব থানা চালু থাকবে।”
মহাসড়কের প্রস্তুতি নিয়ে নাসিমুল গনি বলেন, “হাইওয়ের জন্য এক্সট্রা ভিজিলেন্স নেওয়া হয়েছে। আমাদের হাইওয়ে পুলিশ সচল আছে। বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।”
ঘরমুখো মানুষ এবং রাজধানীর বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, “যাদের গাড়ি আছে তারা খুব আরামে যাইতে পারবেন, যাতায়াত করতে পারবেন। যারা বাসাবাড়িতে আছেন তারাও ইনশাল্লাহ নিরাপদে থাকবেন।”
কোনো সমস্যা পড়লে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করার পরামর্শও দিয়েছেন তিনি। এই নম্বরে ফোন করে কাজ হয় কী না সেটি তিনি নিজেও পরখ করে দেখেছেন বলে জানিয়েছেন সিনিয়র সচিব।
“৯৯৯ নম্বরে আমি নিজে রাত একটার সময় চেষ্টা করেছি, দেখি যে কী হয়। তারা সাথে সাথে রেসপন্স করে এবং পুলিশ সাথে সাথে যায়।
“সবচেয়ে বড় জিনিসটা হল আমাদের বাহিনী আগে সচল ছিল না। বাহিনীটা সচল হয়েছে আলহামদুলিল্লাহ, তারা চেষ্টা করছে। এখন ডিগ্রি নিয়ে কথা থাকতে পারে, চেষ্টা চলছে এবং চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।”