Published : 04 Jun 2024, 10:41 PM
ভবন নির্মাণ নীতিমালা না মেনে গড়ে ওঠা গাজীপুরের ২৬৬ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
গত ২৬ মে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কাওসার হোসাইন জনস্বার্থে ওই রিট আবেদন করেন। শুনানিও তিনি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
অ্যাডভোকেট কাওসার হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসব ভবন ১৯৫২ সালের বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট মেনে করা হয়নি। এরকম ২৬৬টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অকুপেন্সি সার্টিফিকেট নেই।
“এসব ভবন কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন দিয়েছিলাম। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় রিট আবেদন করেছি। শুনানি নিয়ে আমার আবেদনটি নিষ্পত্তি করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন।”
একইসঙ্গে ভবন নির্মাণ নীতিমালা না মেনে গড়ে ওঠা এসব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও গাজীপুরের সিভিল সার্জনকে এ রিট মামলায় বিবাদী করা হয়েছে।