Published : 10 May 2025, 01:39 PM
জনগণের ভোগান্তি কমাতে সড়ক ছেড়ে ‘সঠিক’ জায়গায় দাবি-দাওয়া তুলে ধরতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, “সাধারণ মানুষের যেন দুর্ভোগ না হয়, এজন্য কিন্তু আপনারা সচেতন করতে পারেন। সবাই দাবি-দাওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে- যেখানে জনগণের ভোগান্তি না হয়, ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো, এ ব্যাপারে সবচেয়ে বেশি আপনারা আমাদের সাহায্য করতে পারেন। …যদি যৌক্তিক দাবি থাকে, প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো।”
শনিবার ঢাকার শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের খবর নিয়ে আলোচনার মধ্যে বৃহস্পতিবার রাতে সরকারপ্রধানের বাসভবন যমুনার সামনে অবস্থান নেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। তারা শুক্রবার বিকাল থেকে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ দেখিয়ে আসছেন।
শাহবাগের বাইরেও ঢাকার বিভিন্ন স্থানে অবরোধ চলায় জনস্বার্থে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, তা জানতে চান এক সাংবাদিক।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা কিন্তু প্রথম এক জায়গায় ছিল, পরে বলার পর তারা গেছে অন্য জায়গায়।
“এখন ওই জায়গাতে কিছুটা জনভোগান্তি হচ্ছে। তার পরও উনারা কিন্তু অ্যাম্বুলেন্স এবং গাড়ি ছাড়ি যাওয়ার সুযোগ করে দিচ্ছে।”
একজন সাংবাদিক প্রশ্ন করেন, পুলিশের বিশেষ শাখার নিষেধাজ্ঞা থাকার পরও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ কীভাবে বিদেশ গেলেন?
জবাবে জাহাঙ্গীর আলম বলেন, “আমাদের কাছে নিষেধাজ্ঞা পাঠাইছে কি না, আমি জানি না। আমার কাছে এ ব্যাপারে তথ্য নেই। আপনারা যেহেতু বললেন, আমি খোঁজ নেব।
“যেহেতু তদন্ত কমিটি করা হয়েছে, কমিটি পুঙ্খানুপুঙ্খভাবে দেখে ব্যবস্থা নেবে। যারা দোষী, তাদের শাস্তি পেতেই হবে।”
এ ঘটনায় ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। ইন্টারপোল আমার কথায় তো কাজ করবে না। কারণ ইন্টারপোল আমার আন্ডারে না। ইন্টারপোলের আইন-কানুন মতো তারা ব্যবস্থা নেবে।”