Published : 19 May 2025, 07:34 PM
দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপউপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগে সার্চ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার এই কমিটির সভাপতি। সদস্য হিসেবে রয়েছেন- ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও অধ্যাপক মো. সাইদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিম।
সোমবার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অনুবিভাগে কর্মরত সিনিয়র সচিব এ এস এম কাসেম এ তথ্য জানিয়েছেন।
সার্চ কমিটি গঠনের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের (সাধারণ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল) নিজ নিজ আইনের আলোকে উপাচার্য নিয়োগ দেওয়া হবে। এ জন্য প্রাপ্ত আবেদনগুলোর মধ্যে থেকে তিনজন প্রার্থীর সুপারিশ প্রণয়নের জন্য সার্চ কমিটি গঠন করা হল।
সার্চ কমিটি প্রয়োজনে, বিশেষত কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নতুন সদস্য নিতে পারবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অনুবিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা করবে।
কমিটির কার্যপরিধির ব্যাপারে বলা হয়েছে, উপাচার্য নিয়োগের জন্য যোগ্য ব্যক্তিদের সংগ্রহ করা জীবনবৃত্তান্ত পরীক্ষা-নিরীক্ষা করে উপযুক্ত তিনজন ব্যক্তি বাছাই করবে কমিটি। তাদের মধ্য থেকে একজনকে মনোনয়নের জন্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদন গ্রহণে সরকারের কাছে সুপারিশ পাঠাবে।
উপাচার্যের অনুরূপ উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রেও একই দায়িত্ব পালন করবে।