Published : 24 May 2025, 10:14 PM
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে শান্তিপূর্ণ সমাধানে চব্বিশের গণঅভ্যুত্থানের সকল অংশীজনদের নিয়ে আলোচনার পাশাপাশি ‘প্রয়োজনে’ উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)।
শনিবার দলটির স্থায়ী কমিটির আলোচনার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা, এর জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা ও জুলাই-অগাস্ট হত্যাকাণ্ডের বিচার সম্পর্কে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা এ মুহূর্তের প্রধান কর্তব্য।
“সমস্ত কর্মকাণ্ড সুচারুভাবে পরিচালনার জন্য সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রয়োজনে উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করা যেতে পারে। মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয় বলে আমরা মনে করি।”
বাংলাদেশ জাসদ বলছে, “আমরা আশা করি, জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের মূল লক্ষ্যকে সফল করার জন্য আমাদের সবাইকে ধৈর্য ধরে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে কাজ করতে হবে। কোনো ধরনের মব সন্ত্রাস, উগ্রতা ও হঠকারিতাকে প্রশ্রয় দেওয়া বন্ধ করতে হবে।”
ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য, বিভিন্ন বিষয়ে তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের মতভিন্নতা; সেই সঙ্গে প্রধান উপদেষ্টার ‘পদত্যাগের ভাবনা’– সব কিছু মিলিয়ে রাজনীতিতে তৈরি হওয়া অস্থিরতার মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে শনিবার রাতে বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূস। রোববারও কয়েকটি দলের সঙ্গে বসবেন তিনি।
জাতীয় নির্বাচন, রাষ্ট্র সংস্কার ও জুলাই ঘোষণা, আওয়ামী লীগ নিষিদ্ধ করাসহ বেশ কিছু বিষয়ে কয়েক সপ্তাহ ধরে অভ্যুত্থানের পক্ষের দলগুলোর মধ্যে মতানৈক্য চলছিল। তার আগে ‘মব’ সৃষ্টি করে বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, ডাকাতির মত ঘটনাতেও সরকার সমালোচিত হয়েছে।
দাবি আদায়ের মিছিলগুলো দিনে দিনে যমুনায় সরকারপ্রধানের বাসভবনের দরজায় কড়া নাড়ছিল। যমুনার সীমানা দেয়ালের কাছাকাছি স্থানে সভা-সমাবেশের নিষেধাজ্ঞা ভঙ্গ করে বিক্ষোভ চলেছে দিনরাত।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার ইউনূসের ‘পদত্যাগের ভাবনা’ সামনে এলে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ আরও প্রকট হয়ে ওঠে।
এ অবস্থায় নিজেদের মধ্যে আলোচনায় মিলিত হন বাংলাদেশ জাসদের নেতারা। দলের সভাপতি জনাব শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান ও স্থায়ী কমিটির সদস্যরা আলোচনায় অংশ নেন।