Published : 08 Apr 2025, 10:15 PM
জনতা ব্যাংক থেকে ঋণের নামে ১১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এননটেক্স গ্রুপের প্রতিষ্ঠান মেসার্স সুপ্রভ মিলাঞ্জ স্পিনিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জালাল উদ্দিনসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার তাদের বিরুদ্ধে মামলা করা হয় বলে সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন জানান।
তিনি বলেন, জনতা ব্যাংক থেকে ঋণের নামে ১১৫ কোটি ৯১ লাখ ১০ হাজার ৫৮ টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ব্যবসার পুঁজি না থাকা সত্ত্বেও ‘কোনো যাচাই–বাছাই না করে’ জনতা ব্যাংক মেসার্স সুপ্রভ মিলাঞ্জ স্পিনিং লিমিটেডকে ঋণ দিয়েছিল।
“প্রতিষ্ঠানটির মালিক ও ব্যাংক কর্মকর্তারা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা আত্মসাৎ করেছেন।”
মামলার অন্য চার আসামি হলেন, মেসার্স সুপ্রভ মিলাঞ্জ স্পিনিং লিমিটেডের পরিচালক আব্দুল্লাহ সিদ্দিক, জনতা ব্যাংকের সাবেক এসইও মোহাম্মদ শামীম হোসেন,সাবেক সহকারী মহাব্যবস্থাপক আব্দুর রশীদ ও সাবেক মহাব্যবস্থাপক মো. মাহফুজুর রহমান।