Published : 18 Jun 2025, 07:16 PM
ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কেরাণীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী লুৎফর রহমান (৬২), তুরাগ থানা আওয়ামী লীগের নেতা মো. শহিদুল ইসলাম (৪৮), কাফরুল থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক আল মামুন, ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ নেতা মোহাম্মদ বেলায়েত হোসেন (৬০) ও শফিকুল ইসলাম লিংকন (৫৭)।
ডিএমপি বিজ্ঞপ্তিতে বলেছে, তারা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলার রয়েছে।