Published : 25 May 2025, 07:22 PM
জাতীয় সংসদের সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও তার স্ত্রী মেহবুবা আলমের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এসব মামলায় ৬৫৩ কোটি টাকার ‘অস্বাভাবিক লেনদেন’ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য দেন।
তিনি বলেন, “দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাগুলো করা হয়েছে।”
স্বপনের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ করা হয়েছে, তিনি ‘অসামঞ্জস্যপূর্ণভাবে’ এক কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৮৫০ টাকার সম্পদ অর্জন করেছেন।
এছাড়া তার নিজের, যৌথ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নামে থাকা ২৮টি ব্যাংক হিসাবে ৩২৬ কোটি ৭২ লাখ টাকা জমা এবং ৩২৬ কোটি ৪৪ লাখ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে।
দুদক বলছে, সব মিলিয়ে ৬৫৩ কোটি টাকার মতো ‘অস্বাভাবিক ও সন্দেহজনক’ লেনদেন হয়েছে, যা তিনি গোপন রেখেছেন এবং স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেছেন।
মেহবুবা আলমের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ আনা হয়েছে, তিনি অবৈধভাবে ২ কোটি ২২ লাখ ৩৬ হাজার ৮২৮ টাকার সম্পদ অর্জন করেছেন এবং ভোগ করছেন।
অনুসন্ধানের বরাতে দুদক বলছে, তার মোট সম্পদের পরিমাণ ৩ কোটি ৭৬ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা। এর মধ্যে বৈধ উৎস থেকে আসা সম্পদ রয়েছে ১ কোটি ৫৪ লাখ ৪৬ হাজার ৬৭২ টাকার; বাকিটা এসেছে অবৈধ উৎস থেকে।