Published : 18 Jun 2025, 05:45 PM
সরকার পতনের গণআন্দোলনে ঢাকার মোহাম্মদপুরে ইলেকট্রিশিয়ান মো. ইলিয়াস হোসেনকে হত্যার মামলায় কুষ্টিয়ার সাবেক এমপি আ ক ম সরওয়ার জাহান বাদশাহকে কারাগারে পাঠানো হয়েছে।
তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. আক্কেল আলীর আবেদনে ঢাকার মহানগর হাকিম মো. মিনহাজুর রহমান বুধবার এ আদেশ দেন।
আদালতে আসামিপক্ষের আইনজীবী আব্দুল মতিন জামিন আবেদন করেন। তবে মামলার মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। নথি পাওয়ার পর জামিনের বিষয়ে শুনানির কথা বলেন তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক সময়ের সভাপতি বাদশাহ ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকার পতনের দশ মাস পর মঙ্গলবার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানার মামলায় অভিযোগ করা হয়, গণআন্দোলনের মধ্যে ৪ অগাস্ট মোহাম্মদপুরের আল্লাহ করিম মসজিদের সামনে আন্দোলনে অংশ নেন ইলিয়াস হোসেন। সেদিন সন্ধ্যায় আসামিদের ছোড়া গুলিতে তিনি আহত হলে হাসপাতালে নেওয়া হয়। পাঁচদিন পর ৯ অগাস্ট তিনি মারা যান। এ ঘটনায় তার বাবা ২৮ সেপ্টেম্বর মামলা করেন।
ছাত্র-জনতার গণআন্দোলনের বিভিন্ন ঘটনায় কুষ্টিয়াতেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।