Published : 03 Mar 2025, 10:14 PM
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টায় সহায়তা দিয়ে যাওয়ার কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের সমতা, প্রস্তুতি এবং সঙ্কট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাদজা লাবিব।
গত জুলাই-অগাস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে সোমবার ইউরোপীয় ইউনিয়ন প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ আশ্বাস দেন তিনি।
হাদজা লাবিব বলেন, “আমি আপনাদের সঙ্গে আছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রয়াসে সমর্থন দেওয়ার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন আপনাদের সঙ্গে আছে। মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধই ইইউ-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি।”
গত জুলাই-অগাস্টে কোটা সংস্কার থেকে শেখ হাসিনার পতন আন্দোলনের সময় দেয়ালে আঁকা গ্রাফিতির ছবি সংবলিত ‘বাংলাদেশ, ৩৬ জুলাই ২০২৪’ শীর্ষক বইটি প্রকাশ করেছে ঢাকার ইইউ মিশন।
সোমবার গুলশানে বিচারপতি সাহাবউদ্দিন আহমেদ পার্কের ‘বুকওয়র্মে’ ওই বইয়ের মোড়ক উন্মোচনের পাশাপাশি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
এসব চিত্রকর্মে কণ্ঠ রোধ করার চেষ্টার জবাবে প্রতিরোধের বার্তা ফুটে ওঠার কথা তুলে ধরে হাদজা লাবিব বলেন, “প্রতিটি চিত্রকর্ম স্বাধীনতার জন্য এবং অবিচারের বিরুদ্ধে একেকটি আওয়াজ।”
Last summer, the youth of Bangladesh called for change. Street art was part of that movement.
I’m proud to launch this book capturing those historical moments.
The EU stands with Bangladesh and will support its successful transition at this crucial time. pic.twitter.com/98wHRpZxkh
— Hadja Lahbib (@hadjalahbib) March 3, 2025
পরে মাইক্রোব্লগিং সাইট এক্স-এ ওই অনুষ্ঠানের ছবি-ভিডিও প্রকাশ করে তিনি লেখেন, “গত গ্রীষ্মে বাংলাদেশের তরুণরা আহ্বান জানিয়েছিল পরিবর্তনের। সড়কের শিল্পকর্ম ছিল সেই আন্দোলনের অংশ।
“সেই ঐতিহাসিক মুহূর্তগুলোকে ধারণকারী এই বই উদ্বোধন করতে পেরে আমি গর্বিত। ইইউ বাংলাদেশের পাশে আছে এবং এই গুরুত্বপূর্ণ সময়ে সফল পালাবদল প্রক্রিয়ায় সহায়তা দেবে।”
অন্যদের মধ্যে ঢাকা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার অনুষ্ঠানে বক্তব্য দেন।