Published : 15 Jun 2025, 12:04 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেছেন, ভোটের মাঠে সাংবিধানিক এই সংস্থাটি থাকবে ‘রেফারির ভূমিকায়’; এ লক্ষ্যে নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে তারা বদ্ধপরিকর বলেও জানিয়েছেন সিইসি।
রোববার ঈদ পরবর্তী মত মিনিময় সভায় কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা দিয়ে কথা বলছিলেন নাসির উদ্দিন।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সম্মেলন সকাল সাড়ে ১০টায় এই মত বিনিময় সভা হয়।
নির্বাচন সংক্রান্ত কাজ এগিয়ে নিতে ইসির ভূমিকা নিয়ে সিইসি বলেন, “অনেকগুলো আমরা এগিয়ে নিয়ে গেছি, যত কাজ বাকি আছে তা সবাইকে মিলে করতে হবে। আজকে মত বিনিময় সভায় আপনাদের হাজির করলাম- আমাদের শপথ হবে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া।”
এ সময়ে একটা ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চান বলেও জানিয়েছেন সিইসি।
কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, “রমজানের সময়ও ওয়াদা করেছেন সুন্দরভাবে কাজ করবেন। আজকেও পনর্ব্যক্ত করবো দয়া করে, আজকের শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করার, কোনো দলের জন্য লেজুড়বৃত্তি না করার, আইন অনুযায়ী কাজ করার ও ন্যয় সঙ্গভাবে কাজ করার।”
প্রস্তুতি শেষ হলে নির্বাচন ফেব্রুয়ারিতে: ইউনূস-তারেক বৈঠকের পর যৌথ ঘোষণা
অতীতে নানা কাজে ইসির সমালোচিত হলেও বর্তমান ইসির ভালোভাবে কাজ করার প্রত্যয় শোনা গেছে নাসির উদ্দিনের কথায়।
“আমরা রেফারির ভূমিকায়, আমরা রেফারির মতো কাজ করবো। যারা খেলবে খেলুক; যারা জিতবে জিতুক। কিন্তু আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্লে্লয়িং ফিল্ড তৈরি করে দেওয়া। সেটা করার জন্য আমরা বদ্ধপরিকর”
মত বিনিময় সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ কর্মরকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এর আগে এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বললেও সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেও ভোট হতে পারে বলে মত দিয়েছেন।
শুক্রবার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ ঘোষণায় নির্বাচন এগিয়ে আসার বিষয়ে জানানো হয়েছে।