Published : 19 May 2025, 03:57 PM
বডার গার্ড বাংলাদেশ-বিজিবির সাবেক মহাপরিচালক (ডিজি) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলামের আরও আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।
সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, এদিন দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
এতে বলা হয়, অভিযোগ ওঠা ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, যার অনুসন্ধান চলমান। তাদের নামে কয়েকটি ব্যাংক হিসাব রয়েছে। দুদক জানতে পেরেছে, এসব হিসাব থেকে অর্থ স্থানান্তর বা হস্তান্তর করার চেষ্টা চলছে। সেই কারণে এসব হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।
এর আগে গত ২৩ এপ্রিল সাফিনুল ইসলাম, সোমা ইসলাম ও তাদের ছেলে সামিন ইসলামের নামে থাকা ৫৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় একই আদালত। এসব হিসাবে তাদের ১০ কোটি ৮০ লাখ ২৮ হাজার ২৫৩ টাকা রয়েছে।
মেজর জেনারেল সাফিনুল ইসলাম ২০১৮ সালের ২৮ মার্চ বিজিবি মহাপরিচালক হিসেবে যোগদান করেন। ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি বিজিবি মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ১৩ মার্চ সাফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ৯ মে তাদের জিজ্ঞাসাবাদ করেছে দুদক।