Published : 18 Jun 2025, 04:15 PM
অর্থ আত্মসাতের মামলায় বস্ত্র কারখানা ফ্যালকন নিটের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরীসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব।
নিষেধাজ্ঞায় পড়া অন্যরা হলেন- কোম্পানির পরিচালক মাহবুবা হাসনাত মাহিন চৌধুরী, ফজলুল করিম ওরফে ফকরুল ইসলাম ও মিনহাজুল ইসলাম।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ জানান, দুদকের পক্ষে এ আবেদন করেন সংস্থার সহকারী পরিচালক বিলকিস আক্তার।
এতে বলা হয়, প্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখার সাবেক ব্যবস্থাপক রানা আব্দুল্লাহ আল মাহমুদ আবসার ও অন্যদের বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে ৭টি প্রতিষ্ঠানের অনুকূলে ৪৭৮ কোটি টাকা ঋণের নামে তছরুপের অভিযোগ ওঠে। অনুসন্ধান চলাকালে দুদক জেনেছে, আসামিরা দেশত্যাগের চেষ্টা করছেন। আর সেটি হলে অর্থ পুনরূদ্ধার করা কঠিন হবে। এজন্য তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।