Published : 16 Jun 2025, 12:50 PM
ঢাকার ইডেন কলেজের পুকুরে ডুবে ঢাকার অগ্রণী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সানজিদা আক্তারের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে লালবাগ থানার ওসি মোস্তফা কামাল জানিয়েছেন।
১৮ বছর বয়সী সানজিদা অগ্রণী গার্লস স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি পরিবারের সঙ্গে ঢাকার চকবাজার এলাকায় থাকতেন।
সানজিদা তার গৃহশিক্ষক ইডেন কলেজের ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী মোহনা ইসলামের সঙ্গে সকালে পুকুরে নেমেছিলেন।
মোহনার ভাষ্য, তারা পুকুরের বাঁধানো পাড়ে গোসল করছিলেন। এ সময় সানজিদা পা পিছলে গভীর পানিতে ডুবে যান।
তখন মোহনার চিৎকারে আশপাশের ছাত্রী ও কর্মচারীরা এসে সানজিদাকে উদ্ধার করে হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মোস্তফা কামাল বলেন, সানজিদা সাঁতার শেখার কথা বলে সকালে বাসা থেকে বের হন। ইডেন কলেজের পুকুরে নামার পর সানজিদা তলিয়ে যায়। আর সাথেরজন কোনোভাবে উঠে আসে।
“পরে কলেজের স্টাফরা তাকে উদ্ধার করে পালস আছে দেখতে পায়, সাথে সাথে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বেলা ১১টার দিকে সানজিদাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনেন মোহনাসহ কয়েকজন ছাত্রী। পরীক্ষার পর সাড়ে ১১টার দিকে সানজিদাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের অভিভাবকদের ঘটনা জানানো হয়েছে। তার মৃতদেহ মর্গে রয়েছে।