Published : 12 Jun 2025, 01:03 PM
চলতি মৌসুমে সৌদি আরবে অস্থায়ী কার্যালয় চালু করতে না পারায় হাজিদের যেকোনো প্রয়োজনে দেশের ৩ দপ্তরে যোগাযোগের জন্য অনুরোধ করেছে বিমান বাংলাদেশ।
রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি বলেছে, ফিরতি যাত্রার টিকেট পরিবর্তনসহ যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে হজ এজেন্সি বা প্রতিনিধিদের মতিঝিল, চট্টগ্রাম, সিলেট কার্যালয়ে যোগাযোগ করতে হবে।
হজ এজেন্সি ও হাজিদের উদ্দেশে বৃহস্পতিবার দেওয়া এক বার্তায় বিমান বলেছে, হাজিদের ফিরতি যাত্রা সুষ্ঠু, সুন্দর ও নিরবচ্ছিন্ন করতে প্রতিবারের মতো এবারও মক্কা ও মদিনায় অস্থায়ী অফিস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের জন্য সৌদি আরব সাময়িক ভিসা নিষেধাজ্ঞা আরোপ করায় বিমানের কর্মীরা দেশটিতে যেতে পারছে না।
এ অবস্থায় যেকোনো প্রয়োজনে বিমানের মতিঝিল, চট্টগ্রাম ও সিলেট কার্যালয়ে অফিস চলাকালে যোগাযোগ করা যাবে। আর অতি জরুরি প্রয়োজনে বিমানের জেদ্দা বা মদিনা সিটি অফিসে সেবা নেওয়া যাবে।