Published : 17 Feb 2025, 11:54 PM
অমর একুশে বইমেলায় স্যানিটারি ন্যাপকিনের স্টল বন্ধ হওয়ার পর বাংলা একাডেমির পক্ষ থেকে বিনামূল্যে তা দেওয়া হচ্ছে। জরুরি প্রয়োজনে কেউ চাইলেই তা পাচ্ছেন বলে বইমেলা সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সোহরাওয়ার্দী উদ্যানের দুটি স্টলে স্যানিটারি ন্যাপকিন বিক্রি ও তা বন্ধ করা নিয়ে রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। নারী ও শিশুস্বাস্থ্য সুরক্ষা পণ্যের ব্র্যান্ড স্টে সেফের দুটি স্টল বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে ছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম আলোচনার পর রাতে লিখিত বক্তব্য দিয়ে বিষয়টি ব্যাখ্যা করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
বাংলা একাডেমির ভাষ্য, "স্যানিটারি ন্যাপকিনের প্রসার ও ব্যবহার সম্পর্কে বাংলা একাডেমির কোনো প্রকার সংকোচ থাকার প্রশ্নই আসে না। বইমেলার পণ্যায়নের একটা ব্যাপার স্পর্শকাতর ইস্যু হয়ে অন্যভাবে উপস্থাপিত হয়েছে।"
বইমেলায় আগেও এরকম বিভিন্ন জরুরি উপকরণ সৌজন্য হিসেবে বিতরণের ব্যবস্থা ছিল বলে বাংলা একাডেমি জানায়।
উদ্ভূত পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, "ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান থেকে ওয়াশরুমের পাশে বিনামূল্যে প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা রাখবে- এটাও আমরা নিশ্চিত করছি।"
বইমেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব সরকার আমিন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেলা কমিটি থেকেই নারীদের জরুরি প্রয়োজনে স্যানিটারি ন্যাপকিন সরবারহ করা হচ্ছে। সোমবার থেকে আমাদের নারী কর্মীরাই এই কাজটির দায়িত্বে রয়েছেন। বইমেলা শেষ না হওয়া পর্যন্ত এটা অব্যাহত থাকবে। আগে যে স্টলটি ছিল, তারা মেলে থেকে চলে গেছেন।"
আগের খবর
বইমেলায় বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ চলবে: বাংলা একাডেমি
'অনুমোদন না থাকায়' বইমেলায় স্যানিটারি ন্যাপকিনের স্টল বন্ধ