Published : 21 Feb 2025, 12:09 AM
রাজধানীর উত্তরায় একটি বাসা থেকে এক চীনা নাগরিকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তার লাশ পাওয়া যায় বলে সংবাদমাধ্যমে জানান পুলিশের উত্তরা জোনের সহকারী কমিশনার মো. সাদ্দাম হোসেন।
ওয়াং বু নামে ৩৭ বছর বয়সী ওই চীনা নাগরিক দীর্ঘদিন ধরে বাংলাদেশে পাথরের ব্যবসা করছিলেন।
এক মাস আগে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের একটি ভাড়া বাসায় ওঠেন ওয়াং বু। সেখানে তিনি সহকর্মীদের সঙ্গে থাকতেন।
সহকারী কমিশনার সাদ্দাম হোসেন বলেন, “আমরা সিসিটিভি ফুটেজে কয়েক সন্দেহভাজন চীনা নাগরিককে ওয়াং বুর সঙ্গে বাসায় ঢুকতে দেখেছি।
“প্রবেশের কিছুক্ষণ পরেই তারা আবার বাসা থেকে বের হয়ে আসেন। আমরা ধারণা করছি, সহকর্মীরাই ওই চীনা নাগরিককে হত্যা করে পালিয়ে গেছেন।”
তিনি বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন। এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”