Published : 08 May 2025, 05:05 PM
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস এম মিজানুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে নাশকতার মামলায় ঢাকার মহানগর হাকিম পার্থ ভদ্র বৃহস্পতিবার এ অনুমোদন দেন।
আদালতে নিউ মার্কেট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।
মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার এসআই আশরাফুল ওমর তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
মিজানুর রহমানের আইনজীবী ওবাইদুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, 'আসামি নির্দোষ, নিরাপরাধ। তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে। তিনি ঘটনা সম্পর্কে জানেন না।
“একটা ঘটনা ঘটিয়ে মামলা করে তার নাম দেওয়া হয়েছে। এছাড়া তিনি জটিল রোগে আক্রান্ত। রিমান্ড বাতিল চেয়ে তার জামিনের প্রার্থনা করছি।”
শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে বুধবার রাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নিউ মার্কেট থানা পুলিশ।