Published : 20 Dec 2023, 10:40 PM
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কারা আগুন দিয়েছে, দুই দিনেও তা শনাক্ত করতে পারেনি রেল পুলিশ।
ওই ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা, ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহাম্মেদ বিশ্বাস বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। আমরা এখনো নাশকতাকারীদের শনাক্ত করতে পারিনি।”
বিএনপির ডাকা হরতালের মধ্যে মঙ্গলবার ভোরে ঢাকায় ঢোকার সময় নাশকতার শিকার হয় মোহনগঞ্জ এক্সপ্রেস। ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার পর তা আরো দুটো বগিতে ছড়িয়ে পড়ে।
ট্রেনটি তেজগাঁও রেলস্টেশনে ঢোকার পর জরুরিভাবে থামানো হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। একটি কামরা থেকে উদ্ধার করা হয় এক নারী, তার শিশু সন্তানসহ চারজনের লাশ। হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন বেশ কয়েকজন।
রেলের যুগ্ম মহাপরিচালক (অপারেশন্স) এ এম সালাহ উদ্দীন বলেছেন, ইন্দোনেশিয়ার পিটি ইনকার তৈরি এই কোচগুলো ২০১৯ সালে রেলে যুক্ত হয়। কোচগুলো পুড়ে যাওয়ায় প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওই ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন ট্রেনটির পরিচালক খালেদ মোশাররফ। মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন লাগিয়ে পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগ আনা হয়েছে সেখানে।
ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমান এসব ঘটনার জন্য সরাসরিই বিএনপিকে দায়ী করেছেন। তার ভাষ্য, দলটির ‘কেন্দ্রীয় সিদ্ধান্তে’ এসব নাশকতা হচ্ছে, এটা ‘দিবালোকের মত স্পষ্ট’।
অন্যদিকে ট্রেনে আগুন দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, ‘সরকারই’ এসব নাশকতা ঘটিয়ে বিরোধী দলের ওপর ‘দোষ চাপাচ্ছে’।
ওই ঘটনায় নিহত চারজনের মধ্যে নাদিরা আক্তার পপি (৩৫) এবং তার তিন বছরের ছেলে ইয়াসিনের মরদেহ মঙ্গলবারই ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আর বুধবার বিকাল ৩টার দিকে ময়নাতদন্ত শেষে খোকন মিয়া (৩৫) ও রশিদ ঢালীর (৬০) লাশ বুঝে নেন তাদের পরিবারের সদস্যরা।
পুরনো খবর-
· স্বামীর লাশ নিতে মর্গে ঘুরছেন সাজনা
· আগুন বিমানবন্দরে, তবুও তেজগাঁও গেল কেন ট্রেন?
· ‘আগুন দেখে ট্রেন থামানোর সিদ্ধান্ত নিই, নইলে বিপদ বাড়ত’
· ‘বাবা জীবনের লাইগ্যা গেছেগা’, বিএনপি নেতার ছেলের কান্না
· নিরাপদ ভেবে ট্রেনে গেছিল পপি, হেইখানে মরল: আক্ষেপ বাবার
· ট্রেনে নাশকতা ঠেকাতে ২৭০০ আনসার
· সন্তানকে বুকে জড়িয়ে পুড়ে অঙ্গার পপি, মর্গেও একসঙ্গে
· বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে নাশকতা, ট্রেনে আগুন: ডিএমপি কমিশনার