Published : 30 Apr 2025, 12:13 AM
এনজিএসও সেবা দেওয়া মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংকের কাছে দুটি লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
দুটি লাইসেন্সের মেয়াদই ১০ বছর করে। মঙ্গলবার বিকালে বিটিআরসির দপ্তরে স্টারলিংক গ্লোবাল লাইসেন্সিং অ্যান্ড মার্কেট এভিয়েশন পরিচালক রেবেকা স্লিক হান্টারের হাতে লাইসেন্স দুটি তুলে দেওয়া হয়।
মঙ্গলবার রাতে বিটিআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুটি লাইসেন্সের একটি ‘ননজিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট অপারেটর লাইসেন্স’। আরেকটি ‘রেডিও কমিউনিকেশন অ্যাপারেটার্স লাইসেন্স’।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রথম লাইসেন্সটি দেওয়া হয় বিটিআরসির লাইসেন্সিং বিভাগ থেকে, যার মাধ্যমে স্টারলিংক বাংলাদেশে তাদের বাণিজ্যিক কার্যক্রম চালাতে পারবে।
“দ্বিতীয়টি দেওয়া বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে, যার আওতায় ইন্টারনেট সেবা দেওয়ার জন্য অনুমোদিত তরঙ্গ ব্যবহার করাসহ বেতার যন্ত্র ও আনুষঙ্গিক যন্ত্রাংশ আমদানি ও ব্যবহার করতে পারবে তারা।”
প্রথম লাইসেন্সটি স্লিক হান্টারের হাতে তুলে দেন বিটিআরসির লাইসেন্সিং বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মো. তৌফিকুল ইসলাম। দ্বিতীয়টি তুলে দেন স্পেকট্রাম বিভাগের পরিচালক মো. সোহেল রানা ।
এ সময় স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক উপস্থিত ছিলেন।