Published : 28 May 2024, 06:44 PM
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখায় প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর যমজ সহোদরাকে ভর্তির নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
মঙ্গলবার এ সংক্রান্ত বিষয়ে একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেয়।
রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।
ইউনুস আলী আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডকমকে বলেন, “এ বছর প্রথম শ্রেণিতে এক শিশু লটারির মাধ্যমে চান্স পেয়েছে; কিন্তু তার যমজ বোন পায়নি। এ বিষয়ে আইন আছে, একজন কোনো স্কুলে ভর্তি হলে তার যমজও সেখানে পড়ার সুযোগ পাবে। তাই শিশুটির অভিভাবক দ্বিতীয় সন্তানের ভর্তির সুযোগ পেতে রিট আবেদন করেছেন।
“শুনানি নিয়ে আদালত আগামী ১৫ দিনের মধ্যে ওই শিশুকে ভর্তির ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন।”
ভিকারুননিসায় ২১ জমজকে ভর্তির নির্দেশ হাই কোর্টের
বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তির নীতিমালায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে আবেদনকারী শিক্ষার্থীর সহোদর/সহোদরা বা যমজ ভাই-বোন যদি পূর্ব থেকে অধ্যয়নরত থাকে সে সকল সহোদর/সহোদরা বা যমজ ভাই-বোনের জন্য ৫% কোটা সংরক্ষিত থাকবে। কোনো দম্পতির সর্বোচ্চ দুই সন্তানের জন্য তা প্রযোজ্য হবে।
এক্ষেত্রে আবেদন সংখ্যা অধিক হলে ভর্তি কমিটি কর্তৃক ডিজিটাল লটারির মাধ্যমে উক্ত ৫% শিক্ষার্থী নির্বাচন করতে হবে।