Published : 13 Jun 2025, 01:41 AM
যুক্তরাজ্য সফরের তৃতীয় দিন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ‘কিংস তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাতে এ খবর দিয়েছে বাসস।
বাসস লিখেছে, বিশ্বব্যাপী শান্তি, স্থিতিশীলতা এবং পরিবেশ-প্রকৃতি ও মানুষের মধ্যে সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টাকে এই সম্মাননার জন্য মনোনীত করেন।
২০২৪ সালের জুনের যুক্তরাজ্যের রাজা চার্লস প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনধারার গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে ‘কিংস হারমনি অ্যাওয়ার্ড’ চালু করেন। এই পুরস্কারের প্রথম বিজয়ী ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন।
প্রধান উপদেষ্টাকে পুরস্কারটি দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ‘দ্য কিং’স ফাউন্ডেশন’, যা ১৯৯০ সালে তৎকালীন প্রিন্স অব ওয়েলসের (বর্তমান রাজা চার্লস) উদ্যোগে গঠিত হয়েছিল।
সংস্থাটি প্রতিবছর টেকসই উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে অসামান্য অবদানের জন্য এ মর্যাদাপূর্ণ পুরস্কার দিয়ে থাকে।