Published : 20 May 2025, 10:21 PM
অধ্যাদেশের মাধ্যমে কালো টাকা সাদা করার প্রত্যক্ষ ও পরোক্ষ সব সুযোগ বাতিলের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
দুর্নীতিবিরোধী সংস্থাটি বলছে, “বাংলাদেশে ২১ বার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। বারবার দেওয়া এ অনৈতিক, অসাংবিধানিক ও বৈষম্যমূলক সুবিধা সৎ করদাতাদের নিরুৎসাহিত করে। দুর্নীতিকে পুরস্কৃত করে আর দুর্নীতির বিস্তার ঘটায়।”
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “…অতীত অভিজ্ঞতায় আমরা দেখেছি, কালো টাকা সাদা করার সুযোগ বারবার দেওয়া হলেও এর ফলে সরকারের রাজস্ব আহরণ কখনোই সেভাবে বাড়েনি। যতটুকু হয়েছে, তার জন্য নৈতিকতার বিসর্জন অগ্রহণযোগ্য।
“আমরা বিশ্বাস করি, অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটে দৃষ্টান্ত স্থাপনের অংশ হিসেবে কালো টাকা সাদা করার সব সুযোগ চিরতরে বাতিল করা হবে। এ বিষয়ে আমরা অর্থ উপদেষ্টাকে আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে জানিয়েছি। আশা করি আমরা এর ইতিবাচক প্রতিফলন দেখতে পাব।”
আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বগ্রহণ করে ১৫ শতাংশ কর প্রদানের মাধ্যমে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলকে স্বাগত জানিয়েছে টিআইবি।
সংস্থাটি বলছে, আরও কয়েকটি ‘দুর্নীতিসহায়ক, অসাংবিধানিক ও বৈষম্যমূলক’ বিধান এখন রয়ে গেছে। সেগুলো অনতিবিলম্বে বাতিলের আহ্বান জানিয়েছে সংস্থাটি।