Published : 26 May 2025, 11:13 PM
সচিবালয়সহ আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ থাকার কথা স্মরণ করিয়ে দিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১০ মে জারি করা গণবিজ্ঞপ্তির কথা তুলে ধরে সোমবার রাতে ডিএমপি বলেছে, "ঢাকা মহানগর পুলিশ কমিশনারের জারি করা গণবিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ রয়েছে।"
আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এ নির্দেশনা মেনে চলতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।
সরকারি চাকরি আইন সংশোধনের অধ্যাদেশ জারির প্রতিবাদে সচিবালয়ের কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যে এ নিষেধাজ্ঞার কথা স্মরণ করিয়ে দেওয়া হল।
এছাড়া মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় নিয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আপিলের রায় হওয়ার কথা রয়েছে মঙ্গলবার।
বিভিন্ন সংগঠনের দাবি দেওয়া নিয়ে সচিবালয় এবং যমুনামুখী আন্দোলনের প্রেক্ষিতে এর আগেও একাধিকবার এ ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দেয় পুলিশ।
এদিকে কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মধ্যে মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার রাতে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়,“অনিবার্য কারণবশত আগামী ২৭ মে ২০২৫ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সকল ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।”