Published : 03 Mar 2025, 07:58 PM
বর্তমানে অপরাধের মাত্রা ‘অনেক কমেছে’ দাবি করে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেছেন, আস্তে আস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে এবং প্রতিদিনই উন্নত হচ্ছে।
সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সচিব বলেন, “আমি গতকাল ইফতার করেছি মোহাম্মদপুর (ঢাকা মহানগর) থানায়। গত ডিসেম্বরে খুন হয়েছে দুইটা, জানুয়ারি মাসে খুন হয়েছে একটা। ফেব্রুয়ারি মাসে একটি খুনও হয়নি। অথচ জুলাইয়ের আগে এখানে প্রতিমাসে ১০টার বেশি খুন হত। “
এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা একটা বিধ্বস্ত পুলিশ বাহিনী পেয়েছি। যাদেরকে আমরা নিয়ে এসেছি, তারা ঢাকা শহর কোনোদিনও দেখেনি। রোজই বলে, স্যার ঢাকা শহরে সংসার চলে না, নানা সমস্যা। তারা এখন এই জায়গাগুলো চিনে কাজ কর্ম করছে। আস্তে আস্তে তারা নিয়ন্ত্রণে আনছে এবং প্রতিদিনই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হচ্ছে।”
নতুন কোনো সমস্যা হলে নতুন কৌশল ব্যবহার করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “আগে কিশোর গ্যাংয়ের এরকম ব্যাপার ছিল না। অল্প কয়টা অল্প বয়সের ছেলে দৌড়াচ্ছে আর আমার ভারি বুট পরা পুলিশ তার পেছনে দৌড়াতে পারে না। এজন্য কী ব্যবস্থা করা যায়, সে ব্যবস্থা করছি। কাজগুলোকে আরেকটু ফোকাস করার চেষ্টা করছি।”
আইন শৃঙ্খলা উন্নয়নে ‘যতটুকু প্রয়োজন ততটুকু’ করা হচ্ছে বলে এক প্রশ্নের জবাবে উত্তর দেন স্বরাষ্ট্র সচিব।
তার ভাষ্য, “এখানে কঠোর হওয়ারও কিছু, নেই নরম হাওয়ারও কিছু নেই।”
‘মব’ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে নিজের ধারণা তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশে সাধারণত মব সংগঠিত কিছু থাকে না। একদল কেউ একটা হুজুগ তুলে দেয় আমরা সেই হুজুগে... সংগঠিত করে কেউ করে বলে মনে হয় না।”
তবে প্রতিটি ঘটনায় পুলিশ ‘গুরুত্ব দিয়ে’ কাজ করে এবং ঘটনাস্থালে যায় বলে দাবি করেন সচিব।
তিনি বলেন, “কোনটা অপরাধ আর কোনটা না, এটা বুঝতে হবে এবং সকলের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা থাকতে হবে।
“আমাদের সতর্কতার কোনো ঘাটতি নেই। সবাই কাজ করছে। আরও ভালো অবস্থায় যেতে চেষ্টার কোনো ত্রুটি নেই।”