Published : 15 Jun 2025, 09:37 PM
রাজধানীতে ধারালো অস্ত্রের আঘাতে এক যুবকের প্রাণ গেছে।
রোববার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ জানিয়েছে।
মোবারক হোসেন নামে ১৮ বছরের ওই যুবকের বাড়ি সিলেটে। তিনি শাহবাগ এলাকায় মেট্রোরেলের নিচে ভাসমান অবস্থায় থাকতেন বলে তার খালাতো ভাই রবিউল হাসপাতালে সাংবাদিকদের জানিয়েছেন।
শাহবাগে শিশু পার্কের পাশে নিয়ে কয়েকজন মোবারকের দুই উরুতে ছুরিকাঘাত করে বলে তথ্য দেন রবিউল। তবে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলছেন, ঘটনাটি জাতীয় সংসদের পেছনে জিয়া উদ্যানের।
জিয়া উদ্যান পড়েছে শেরে বাংলা নগর থানা এলাকায়। এ থানার ওসি ইমামুল হক বলছেন, যুবক খুনের ঘটনার মত কিছু তার জানা নেই।
শাহবাগ থানার ওসির বক্তব্য উদ্ধৃত করা হলে তিনি বলেন, “অফিসিয়ালি আমাদের কেউ জানায়নি, তারপরও খোঁজ নিচ্ছি।”
খুনের বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ বলেন, যতটুকু জানা গেছে ‘মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে’ মোবারক প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন।
মোবারকের খালাত ভাই রবিউল বলেন, “নবী নামে এক যুবক আমার ভাই মোবারকের কাছে পাঁচ হাজার টাকা পায়। সেই টাকার জন্য নবীর নির্দেশে রাতুল, রাজুসহ কয়েকজন মিলে মোবারককে শিশু পার্কের পাশে নিয়ে মোবাইলটি কেড়ে নেয় এবং মারধর করে দুই পায়ের উরুতে ছুরিকাঘাত করে।”
লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।