Published : 24 May 2025, 10:02 PM
এইচএসসি ও সমমান পরীক্ষার পুরো সময় জুড়ে কেন্দ্র হিসেবে ব্যবহৃত কলেজগুলোতে ক্লাস বন্ধ রাখার রেওয়াজ থাকলেও এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরীক্ষার ‘ফাঁকে ফাঁকে’ ক্লাস চালাতে পারবে।
পরীক্ষার দিনগুলোতে ক্লাস বন্ধ থাকলেও যেসব দিন পরীক্ষা নেই, ওই দিনগুলোতে কেন্দ্রগুলোতে ক্লাস চালানোর সুযোগ দেওয়া হয়েছে।
এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো নির্দেশনায় শনিবার এ বিষয়টি জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
আগামী ২৬ জুন শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা, যা ১০ অগাস্ট পর্যন্ত চলবে। এ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।
শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেসব দিনে পরীক্ষা থাকবে ওই দিনগুলোতে কেন্দ্র কলেজগুলোর ক্লাস বন্ধ রাখতে হবে, তবে যে দিনগুলোতে পরীক্ষা নেই, ওই দিনগুলোতে কেন্দ্র কলেজগুলো ক্লাস নিতে পারবে।”
“কলেজ কর্তৃপক্ষ যদি প্রয়োজন মনে করে, সেক্ষেত্রে তারা পরীক্ষা ছাড়া অন্যান্য দিনে নিয়মিত ক্লাস চালাতে পারবে।”
এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, “কয়েকটি বোর্ডে এখনও ফরম পূরণ চলছে। সেগুলো শেষ হলে মোট পরীক্ষার্থীর সংখ্যা শিগগিরই জানতে পারবেন।”
এইচএসসি ও সমমান পরীক্ষার পুরো সময় জুড়ে ক্লাস বন্ধ রাখত কেন্দ্র ও ভেন্যু কেন্দ্র হিসাবে নির্বাচিত কলেজগুলো। তবে গত বছর, অর্থাৎ ২০২৪ সালে যেসব কেন্দ্রে স্কুল ও কলেজ একসঙ্গে ছিল, ওই প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা ছাড়া দিনগুলোতে স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস চালু রাখতে বলা হয়েছিল ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে।
শনিবার বোর্ড থেকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো চিঠিতে পরীক্ষা পরিচালনা ও প্রশ্নে গোপনীয়তা রক্ষায় একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে।
বোর্ড বলছে, এইচএসসির কেন্দ্র মোবাইল বা ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না, শুধু কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ‘ছবি তোলা যায় না’ এমন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।
প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য এক জন কক্ষ পরিদর্শককে দায়িত্ব পালন এবং প্রতি কক্ষে কমপক্ষে ২ জন কক্ষ পরিদর্শককে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে।
পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্র প্রবেশ ও তিন ফুট দূরত্ব রেখে পরীক্ষার্থীদের আসনের ব্যবস্থা করতে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।