Published : 12 May 2025, 09:21 PM
জাতীয় রাজস্ব বোর্ড— এনবিআর বিলুপ্তি করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি বিভাগ তৈরির খসড়া অধ্যাদেশ বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার বেলা পৌনে ৩টায় রাজস্ব ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু হবে।
উপদেষ্টা পরিষদ 'গোপনে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ এর খসড়া পাস করায়' এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাদের তরফে দাবি করা হয়েছে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তা, আয়কর ও কাস্টমস বিভাগের নন-ক্যাডার কর্মকর্তা, তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীদের সমন্বয়ে 'এনবিআর সংস্কার ঐক্য পরিষদ' করা হয়।
তাদের ব্যানারেই অবস্থান কর্মসূচি পালিত হবে।
সোমবার সকাল ৯টা থেকে এনবিআর, বিভিন্ন কর অঞ্চল, কাস্টমস ও ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউস থেকে হাজারো কর্মকর্তা রাজস্ব ভবনে এসে জড়ো হোন; ধাপে ধাপে প্রায় নয় ঘণ্টার বৈঠক শেষে এ ঘোষণা আসে তাদের তরফে।
'অংশীজনের মতামত ছাড়া অধ্যাদেশের খসড়া পাস করায়' নিন্দা প্রকাশের পাশাপাশি অধ্যাদেশে কী বলা হয়েছে, তা জনসম্মুখে প্রকাশ না করায় বৈঠকে ক্ষোভও জানান কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে পর পর দুই সপ্তাহে দুই সংগঠনের অ্যাসোসিয়েশন বিশেষ জরুরি সভা (ইজিএম) আয়োজন করে।
সেখান থেকেও অবিলম্বে এ খসড়া বাতিল ও এনবিআর বিলুপ্ত না করার দাবি ওঠে।
অংশীজন হিসেবে সংবাদ সম্মেলনে একই দাবি জানিয়েছে বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশন ও ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন।
এনবিআরকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে আলাদা করতে গত ১৭ এপ্রিল খসড়া অধ্যাদেশে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। বাকি প্রক্রিয়া শেষ করে তা দ্রুত জারি হওয়ার কথা বলছে সরকার।
অধ্যাদেশের খসড়া অনলাইনে এলে তা দেখে আয়কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে।
রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা পৃথকের খসড়া অধ্যাদেশ বাতিলের দাবি
এনবিআরের দুই ভাগ: 'অধ্যাদেশ না হওয়ার' আশ্বাসে ফিরলেন ক্ষুব্ধরা
এনবিআর ভাগের ক্ষেত্রে সংশ্লিষ্টদের মতামত 'প্রতিফলিত না হওয়ার' দাবি