Published : 26 May 2025, 02:07 PM
ঢাকার কমলাপুরে বিআরটিসি বাসের ধাক্কায় মতিঝিল সরকারি মডেল স্কুলের প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রশনি পাল মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির পাটগাঁও গ্রামের পলাশ পালের মেয়ে। ওই পরিবার বর্তমানে মান্ডা এলাকায় ভাড়া বাসায় থাকে।
রশনি পালের নানি রেখা বিশ্বাসের ভাষ্য, সকালে তিনি নাতনি রশনিকে নিয়ে স্কুলে যান। স্কুল ছুটির পর তিনি রশনিকে সঙ্গে নিয়ে বাসায় ফিরছিলেন।
কমলাপুর মোড়ে তার হাত ধরে রাস্তা পার হওয়ার সময় রশনিকে বিআরটিসির একটি বাস ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মতিঝিল থানার এসআই সালেহ শাহীন বলেন, “শিশুটিকে ধাক্কা দেওয়া বিআরটিসির বাসটি জব্দসহ চালক মো. শাহজাহানকে আটক করা হয়েছে।”