Published : 05 Jun 2025, 01:06 AM
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
বুধবার রাত পৌনে ৯টায় গৃহায়ন উপদেষ্টা বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসা ‘ফিরোজায়’ যান।
উপদেষ্টার সঙ্গে ছিলেন গৃহায়ন সচিব নজরুল ইসলাম ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার সাংবাদিকদের বলেন, “উপদেষ্টাসহ মন্ত্রণালয়ের ঊধর্বতন দুই কর্মর্কতা ম্যাডামের সাথে দেখা করেছেন। তারা প্রায় আধা ঘণ্টা ছিলেন।
“উপদেষ্টা কিছু কাগজপত্র নিয়ে এসেছিলেন…সেগুলো দিয়েছেন।”
তিনি এর বেশি কিছু জানেন না, বলেন একান্ত সচিব।
বিএনপির স্থায়ী একজন সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণের পরে তার স্ত্রী খালেদা জিয়ার নামে গুলশানে একটি বাসা এবং ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল হোসেন সড়কে একটি বাসা বরাদ্দ দিয়েছিল রাষ্ট্রপতি আবদুস সাত্তার সরকার।
গুলশানের সেই বাসাটি খালেদা জিয়ার নামে নামজারির কাগজপত্র দিতে গৃহায়ণ উপদেষ্টা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে আসেন, বলেছেন বিএনপির সে নেতা।
ঢাকা সেনানিবাসের বাসাটির বরাদ্দ বিগত শেখ হাসিনার সরকারের আমলে বাতিল করা হয়। এরপর তিনি গুলশানের বাসা ফিরোজায় ওঠেন।
৬ মে চার মাস উন্নত চিকিৎসার পর লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন।