Published : 15 Jun 2025, 09:53 PM
দেশে কোভিড সংক্রমণ বৃদ্ধির খবরে স্কুল-কলেজে মাস্ক ব্যবহার ও হাত ধোয়ার মত স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সেইসঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে প্রচারের কাজে শিক্ষক-শিক্ষার্থীদের সম্পৃক্ত হতে বলেছে অধিদপ্তর। রোববার মাউশির জারি করা এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
সম্প্রতি ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ও বাংলাদেশেও সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা।
মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছে অধিদপ্তর। জরুরি প্রয়োজন ছাড়া ভারত এবং ভাইরাস ছড়ানো অন্যান্য দেশে ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি ঝুঁকি মোকাবেলায় সব স্থল ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি বাড়াতে বলা হয়েছে। সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হচ্ছে।
বাংলাদেশে গত এক দিনে কোভিডে একজনের মৃত্যু হয়েছে; এ নিয়ে চলতি বছর চারজনের মৃত্যু হল।
একজনের মৃত্যু ছাড়াও গত ২৪ ঘণ্টায় কোভিড শনাক্ত হয়েছে ২৬ জনের। তাতে এ বছর শনাক্ত রোগীর বেড়ে দাঁড়িয়েছে ২৮৮ জনে। এর মধ্যে ১৩০ জনই জুন মাসের প্রথম ১৪ দিনে আক্রান্ত হয়েছেন।
গত একদিনে ঢাকায় ৬০টি নমুনা পরীক্ষায় ১২ জন, চট্টগ্রামে ১৭৮টি নমুনা পরীক্ষা করে ১১ জন, রাজশাহীতে ৩০টি নমুনা পরীক্ষা করে দুইজন এবং সিলেটে আটটি নমুনা পরীক্ষা করে একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।