Published : 13 May 2025, 11:58 PM
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসির মেয়র ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করবে না বলে স্থানীয় সরকার বিভাগকে জানিয়েছে নির্বাচন কমিশন।
গেজেট প্রকাশের দুই সপ্তাহ পার হলেও মেয়র হিসেবে ইশরাকের শপথ ঝুলে রয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার এক সাংবাদিকের প্রশ্নে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, “নির্বাচনী ট্রাইব্যুনালের রায় অনুযায়ী আমরা গেজেট প্রকাশ করেছি। এরপর তা স্থানীয় সরকার বিভাগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যে পাঠিয়ে দিই।
“পরবর্তী মন্ত্রণালয় ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল দায়ের করবো কিনা চিঠি দেয়। চলতি সপ্তাহে আমরা জানিয়ে দিয়েছি, আপিল করার সুযোগ নেই।”
এক্ষেত্রে পরবর্তী কার্যক্রম মন্ত্রণালয়কেই করতে হবে, বলেন তিনি।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন।
গেল ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।
ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় সাংবিধানিক সংস্থাটি।
এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন-ইসি।
পরদিন আইন উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেন, মন্ত্রণালয়ের মতামত দেওয়ার আগেই ইসি বিএনপি নেতা ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ করেছে।
৩০ এপ্রিল নির্বাচন ভবনে চতুর্থ কমিশন সভা শেষে আইন উপদেষ্টার দাবির বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্ধারিত সময়ে মতামত না আসায় ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ করা হয়েছে। আদালতের আদেশের যেন ব্যত্যয় না ঘটে, তাই সেটা (গেজেট প্রকাশ) বাস্তবায়ন করা হয়েছে।
এরপর ৫ মে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে কিনা বা অন্য কোনো আইনি পদক্ষেপ নেবে কিনা দ্রুত সময়ের মধ্যে অবগত করার অনুরোধ করে স্থানীয় সরকার বিভাগ।
নির্বাচন কমিশন গেজেট প্রকাশের পর স্থানীয় সরকার বিভাগই মেয়রের শপথ আয়োজন করে।
দেশে কোভিড মহামারী শুরুর পর ১৬ মে দায়িত্ব নেন তাপস। আর জুনের প্রথম সপ্তাহে প্রথম সভা হয়। সেই হিসেবে এ সিটি করপোরেশনের ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা চলতি বছরের জুনে।
পুরনো খবর:
মন্ত্রণালয় যথাসময়ে মতামত দেয়নি, আইনি বাধ্যতায় ইশরাকের গেজেট: ইসি