Published : 04 Jun 2025, 08:55 PM
পাঁচ দিনের সফরে আগামী ৯ জুন যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই সফরে গভর্নর ও দুদক চেয়ারম্যানও তার সঙ্গী হচ্ছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন জানিয়ে শফিকুল আলম বলেন, “আগামী ৯ থেকে ১৩ জুন প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরে যাচ্ছেন, সেখানে তিনি কিং চার্লস থার্ডের কাছ থেকে ‘হারমোনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন। এটি একটি সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার।
''এছাড়া, তিনি প্রাইভেট অডিয়েন্সে কিং চার্লসের সঙ্গে একান্ত বৈঠক করবেন এবং যুক্তরাজ্যের শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হবে।”
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে যাচ্ছেন বলে জানান শফিকুল আলম।
তাদের সফরসঙ্গী হওয়ার কারণ জানতে চাইলে প্রেস সচিব বলেন, এ বিষয়ে তারা পরে বিস্তারিত জানাবেন।
“তবে অ্যাসেট রিকভারি আমাদের একটি অগ্রাধিকারপ্রাপ্ত ইস্যু। সেটি তাদের আলোচনায় থাকবে।”
যুক্তরাজ্য বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ বাণিজ্যিক অংশীদার এবং সেখানে বিপুল সংখ্যক বাংলাদেশির বসবাস। দুই দেশের সম্পর্ক রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ।
আওয়ামী লীগ আমলে বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ ফেরানোর চেষ্টায় অন্তবর্তী সরকার যেসব দেশের সঙ্গে যোগাযোগ করেছে, তার মধ্যে যুক্তরাজ্য অন্যতম। সেই উদ্যোগ এগিয়ে নিতেই প্রধান উপদেষ্টার সঙ্গে যাচ্ছেন গভর্নর ও দুদক চেয়ারম্যান।
এদিকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে বলেন, প্রধান উপদেষ্টার এই সফর ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’।
সফরে অধ্যাপক ইউনূস ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও তার দ্বিপক্ষীয় বৈঠক হবে। এর বাইরেও বিভিন্ন কর্মসূচি রয়েছে।
লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন কিনা, এমন প্রশ্নের উত্তরে রুহুল আলম সিদ্দিকী বলেন, সফরসূচিতে এ বিষয়ে কোনো তথ্য নেই।
পুরনো খবর
লন্ডনে সালমানপুত্র শায়ানের দুই অ্যাপার্টমেন্ট অবরুদ্ধের আদেশ