Published : 17 Jun 2025, 10:15 PM
ফেইসবুক-ইউটিউবসহ বিদেশি গণমাধ্যমে প্রচারিত বিজ্ঞাপনের বিল পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন নিতে হবে না।
এখন থেকে ডিলার হিসেবে অনুমোদিত (এডি) ব্যাংকের মাধ্যমে বিজ্ঞাপন সংস্থার কাছে বিল পাঠানো যাবে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, “দেশের কোনো কোম্পানি গুগল কিংবা ফেইসবুকে পণ্য বা সেবার বিজ্ঞাপন প্রচার করলে সরাসরি রেমিটেন্স পাঠাতে পারে।
“তবে থার্ড পার্টির মাধ্যমে দিয়ে বা বিজ্ঞাপন সংস্থার মধ্যদিয়ে পাঠালে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগত, যেটা এখন থেকে আর লাগবে না। অর্থাৎ নিয়মে শিথিলতা আনা হয়েছে।"
নতুন নির্দেশনায় অনুযায়ী, ব্যাংকগুলো এখন তাদের বিজ্ঞাপন এজেন্সির গ্রাহকদের পক্ষে অর্থ পরিশোধ করতে পারবে। তবে অর্থ পরিশোধের আগে কিছু নথিসহ আবেদন গ্রহণ করতে হবে।
এসব নথির মধ্যে বৈধ চুক্তির অনুলিপি, বিজ্ঞাপনের বিল, হিসাব বিবরণী ও ট্যাক্স প্রদান সংক্রান্ত প্রমাণাদি রয়েছে।