Published : 17 May 2025, 08:58 PM
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নিতে স্থানীয় সরকার বিভাগে চিঠি দিয়েছেন ইশরাক হোসেন।
অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে গত বুধবার থেকে কর্মসূচি পালন করে আসছেন তার সমর্থকরা। সেদিন থেকেই ডিএসসিসি নগর ভবন কার্যত অচল।
দাবি আদায়ে শনিবার হয় সচিবালয় অভিমুখে যাত্রা। এ কর্মসূচির পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণা করেন ইশরাকের সমর্থকরা।
এদিন সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আসেন ইশরাক। এছাড়া স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে একটি চিঠি পাঠান তিনি।
চিঠিতে ইশরাক হোসেন বলেন, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি তিনি ডিএসসিসি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
“তফসিল ঘোষণা থেকে নির্বাচনের দিন পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপস নির্বাচনি আইন ও বিধি লঙ্ঘন করেন। ইভিএম মেশিন দখলে নিয়ে নৌকা প্রতীকে ভোট সম্পন্ন করেন।”
ইশরাক বলেন, “তৎকালীন নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার যোগসাজশে নৌকা প্রতীকের প্রার্থী ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। ওই বছরের ৪ ফেব্রুয়ারি হয় গেজেট।”
চিঠিতে ইশরাক বলেন, ওই গেজেট বাতিল ও নিজেকে মেয়র ঘোষণা করার দাবিতে তিনি নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন। ট্রাইব্যুনাল গত ২৭ মার্চ আগের গেজেট বাতিল করে তাকে বিজয়ী করেন। আইন অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করার কথা থাকলেও তা হয়নি।
“গেজেট প্রকাশের পর দীর্ঘদিন অতিবাহিত হলেও আমাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসাবে শপথ পাঠ করানোর কোনো ব্যবস্থাই এখনও করা হয়নি। এ অবস্থায় আইনি বাধ্যবাধকতার আলোকে আমাকে অবিলম্বে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পাঠ করানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি।”