Published : 18 Jun 2025, 11:28 PM
রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে শুরু হচ্ছে জাতীয় ফল মেলা।
তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে তিন দিন।
মন্ত্রণালয়ের তথ্য বিবরণীতে বলা হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ফল মেলা উন্মুক্ত থাকবে। দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি রাসায়নিকমুক্ত ফলও কিনতে পারবেন মেলা থেকে। মেলায় সরকারি ২৬টি ও বেসরকারি ৪৯টি প্রতিষ্ঠান নেবে।