Published : 23 Feb 2025, 11:43 PM
পাতাঝরা দিন পেরিয়ে প্রকৃতিতে এখন বসন্ত বাতাস। শীতের বিদায়ী আবেশের সঙ্গে বিদায়ের সুর বেজে উঠেছে একুশে বইমেলাতেও।
রোববার ছিল অমর একুশে বইমেলার ২৩তম দিন। ইংরেজি মাসের হিসেবে বইমেলা থাকবে এদিনের পর পাঁচ দিন। আর তাই বিদায়ের সুর বইমেলায় আসা দর্শনার্থীদের কণ্ঠে।
মেলা প্রাঙ্গণে কথা হয় গাজীপুর থেকে আসা আল মামুন আকাশ নামে একজনের সঙ্গে; পেশায় প্রকৌশলী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেলায় আসা হয় প্রত্যেকবছর। এ বছর তিন দিন মেলায় এসেছি। ড্যান ব্রাউনের বাংলায় অনূদিত বইসহ বেশকিছু বই কিনলাম। সম্ভবত আর আসা হবে না। যে পাঁচ দিন বাকি, মনে হয় না আর সুযোগ পাব।
“বইমেলা ব্যাপারটা আসলে ভালো লাগে। সবাই মিলে যে এক হওয়া; লেখক-পাঠকের যে বন্ধন, এজন্যই আসি। আবার এক বছরের অপেক্ষা।”
মেলায় পরিবারের সঙ্গে এসেছিলেন লালমাটিয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তাবাসসুম ইসলাম। তিনি বলেন, “মেলা তো প্রায় শেষের দিকে। এ বছর আজকেই এলাম। এখন মনে হচ্ছে আগেই আসা দরকার ছিল। আরও তো কয়েকদিন বাকি। সময় করতে পারলে আসব।”
মেলায় নিজের ১২ বছর বয়সী সন্তানকে নিয়ে সেগুনবাগিচা থেকে এসেছিলেন সরকারি চাকুরে আসমা বেগম।
তিনি বলেন, “যে ভাষার জন্য বাংলার মানুষ প্রাণ দিয়েছিল, সেই দিনের নামেই এই মেলা। মেলার সঙ্গে একুশের যে ইতিহাস সেটা বাচ্চাকে জানাতেই নিয়ে এসেছি। প্রতিবারই আসি। অপেক্ষা করে থাকি বলা চলে।”
মেলার যত আয়োজন
রোববার ছিল ফাল্গুনের দশম দিন। এদিনও যথারীতি মেলা শুরু হয় বিকাল ৩টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত।
বাংলা একাডেমির তথ্য কেন্দ্র থেকে জানানো হয়েছে, রোববার মেলায় নতুন বই এসেছে ৬৭টি।
বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় 'জুলাই অভ্যুত্থানে নারীরা প্রিভিলেজের দায়' শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন মির্জা তাসলিমা সুলতানা। আলোচনায় অংশ নেন শাওলী মাহবুব। সভাপতিত্ব করেন রেহনুমা আহমেদ।
‘লেখক বলছি’ মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন লেখক ও গবেষক সুকোমল বড়ুয়া এবং গবেষক তাহমিদাল জামি।
মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি কাজী আনারকলি, মামুন সারওয়ার, আফসার নিজাম, তাসনীম মাহমুদ, মো. আমিনুল ইসলাম, গোলাম শফিক, নূরুল ইসলাম মনি, মালিহা পারভীন, মতেন্দ্র মানকীন, মিঠুন রাকসাম এবং কবির হোসেন।
রোববার মেলার আয়োজনে আরও ছিল সাজু আহমেদের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন 'নৃত্যালেখ্য, ছন্দে রবির আলো' এবং ফারহানা চৌধুরী বেবীর পরিচালনায় নৃত্য সংগঠন বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের (বাফা) এর পরিবেশনা।
সংগীত পরিবেশন করেন শিল্পী মো. মাহাবুবুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, সরকার আমিরুল ইসলাম, হানাদু খানম, আমজাদ দেওয়ান, মেহেরুন আশরাফ, মো. জাকির হোসেন, মো. স্বপন মিয়া, মো. আসলাম মিয়া, আলমগীর সরকার, রামিসা চৌধুরী, মোস্তাক আহমেদ এবং এম এম উম্মে রুমা ট্রফি।
সোমবার বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে 'জন্মশতবর্ষ: অমলেন্দু বিশ্বাস' শীর্ষক আলোচনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন সাইদুর রহমান লিপন। আলোচনায় অংশ নেবেন শাহমান মৈশান। সভাপতিত্ব করবেন মিলনকান্তি দে।