Published : 13 Apr 2024, 05:24 PM
বাংলা নববর্ষের উৎসব ঘিরে রাজধানীর কিছু এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
রোববার ভোর ৫টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেশ কয়েকটি ডাইভারশন থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
যেসব জায়গায় ডাইভারশন থাকবে
বাংলামোটর ক্রসিং
মিন্টো রোড ক্রসিং
অফিসার্স ক্লাব ক্রসিং
কাকরাইল চার্চ ক্রসিং
কদম ফোয়ারা ক্রসিং
ইউবিএল ক্রসিং
দোয়েল চত্বর ক্রসিং
ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ক্রসিং
জগন্নাথ হল ক্রসিং
ভাস্কর্য ক্রসিং
নীলক্ষেত ক্রসিং ও
কাঁটাবন ক্রসিং।
যান চলাচলের বিকল্প রাস্তা
মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগমুখী যাত্রীবাহী যানবাহন বাংলামোটর-মগবাজার হয়ে গন্তব্যে যাবে।
বঙ্গবাজার-হাই কোর্ট থেকে মৎস্য ভবনমুখী যাত্রীবাহী যানবাহন কদম ফোয়ারা-ইউবিএল ক্রসিং হয়ে গন্তব্যে যাবে।
জিরো পয়েন্ট-কদম ফোয়ারা থেকে মৎস্য ভবনমুখী যাত্রীবাহী যানবাহন ইউবিএল-নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তব্যে যাবে।
শান্তিনগর-রাজমনি থেকে গুলিস্তান ও সদরঘাটমুখী যাত্রীবাহী যানবাহন নাইটিংগেল-ইউবিএল ক্রসিং হয়ে গন্তব্যে যাবে।