Published : 22 Jul 2022, 06:49 PM
পারিবারিক কলহের জেরে বাবার বটির কোপে প্রাণ গেল গর্ভে থাকা অনাগত এক শিশুর। গুরুতর জখম মায়ের অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার নিউটাউন এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ভৈরব থানার ওসি গোলাম মোস্তফা জানান, নিজেদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে অন্তঃসত্ত্বা স্ত্রী মিতু বেগমকে (২২) বটি দিয়ে আঘাত করেন স্বামী মো. জাহের। এসময় বটির একটি কোপ মিতুর পেটে লাগে।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার সকালে অস্ত্রোপচারের মাধ্যমে মিতুর পেটে থাকা পুত্র সন্তানকে মৃত অবস্থায় বের করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে মিতুর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই মিতুর মা পারভিন বেগম বাদী হয়ে ভৈরব থানায় মামলা করলে জাহেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি গোলাম মোস্তফা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা মিতুর বড় বোন ঝুমুর বেগম জানান, বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর মিতুর স্বামী জাহের পারিবারিক কলহের জেরে ধারালো বটি দিয়ে মিতুকে কোপায়।
“এসময় বটির একটি আঘাত মিতুর পেটে লাগলে তলপেটের অনেকটা কেটে যায়। বটির আঘাত গর্ভে থাকা সন্তানের গায়েও লাগে। স্ত্রীকে কুপিয়ে জাহের রাস্তায় ফেলে রেখে যায়।”
এলাকাবাসী মিতুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে নিতে বলেন। পরে রাত দেড়টার দিকে মিতুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঝুমুর জানান, সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে জানান মিতুর গর্ভের শিশুটি মারা গেছে। পরে শুক্রবার সকালে অস্ত্রোপচার করে মৃত একটি পুত্র সন্তান বের করা হয়।
তিনি বলেন, “ডাক্তাররা বলছে মিতুর অবস্থা ভালো না। অনেক রক্ত গেছে শরীর থেকে।”
জাহের এবং মিতুর একটি কন্যা সন্তান রয়েছে জানিয়ে তিনি বলেন, “মিতুর স্বামী ভাঙারির ব্যবসা করে। তবে নেশা করে ও সব শেষ করছে। পরিবার, সংসার কিছুই দেখে না।”
জাহেরের গ্নামের বাড়ি কিশোরগঞ্জে, স্ত্রী সন্তান নিয়ে তিনি ভৈরবে থাকেন। মিতুর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের পঞ্চবটি, তার বাবার নাম জিন্নত আলী।