Published : 21 May 2025, 02:08 PM
ঈদ মানেই আনন্দ, উৎসব আর প্রিয়জনদের সাথে সময় কাটানো। আর এই আনন্দকে আরও বাড়িয়ে দিতে দারাজ বাংলাদেশ নিয়ে এসেছে ৬.৬ বিগ ঈদ সেল! অনলাইন শপিং এখন শুধু শহরেই নয়, গ্রাম-গঞ্জেও অত্যন্ত জনপ্রিয়, আর সেটিকে মাথায় রেখেই দারাজ সাজিয়েছে এই আকর্ষণীয় ক্যাম্পেইন। ২০ মে থেকে ৬ জুন পর্যন্ত চলা এই সেলে আপনি শুধু অবিশ্বাস্য ছাড়ই পাবেন না, থাকছে গরু ও ছাগল জেতার সুযোগ এবং আরও অনেক আকর্ষণীয় পুরস্কার!
দারাজ ৬.৬ বিগ ঈদ সেলের বিশেষ আকর্ষণ: "জিতসেন ভাই" কনটেস্ট!
ঈদুল আজহার প্রস্তুতিকে আরও অর্থবহ করে তুলতে দারাজের উদ্ভাবনী "জিতসেন ভাই" কনটেস্টটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। ২০ মে থেকে ২৯ মে পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক সফল অর্ডার দিয়ে আপনি জিতে নিতে পারেন একটি গরু! আর ক্রমানুসারে পরবর্তী দুজন পাবেন একটি করে ছাগল। কোরবানির ঈদকে আরও স্মরণীয় করে তোলার এমন সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না!
আপনার ঈদ প্রস্তুতিকে সহজ এবং সাশ্রয়ী করতে দারাজ নিয়ে এসেছে অসংখ্য অফার। নিচে আপনার জন্য সেরা কিছু ডিল দেওয়া হলো:
মেজবানি মাংসের জাদুকরী স্বাদ রাঁধুনি মসলায় - ৯ টাকা ছাড়!
ঈদুল আজহায় গরুর মাংসের আসল মেজবানি স্বাদ পেতে রাঁধুনি মেজবানি বিফ মসলার জুড়ি নেই! সেরা প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণে তৈরি এই মসলা আপনার রান্নাকে করে তুলবে রেস্টুরেন্টের মতো সুস্বাদু। ১০০ টাকার ৬৮ গ্রামের প্যাকটি এখন পাচ্ছেন মাত্র ৯১ টাকায়। অফারটি ঈদের আগের দিন পর্যন্ত চলবে।
বাসন ধোয়ার ঝামেলা দূর করতে ট্রিক্স ডিশওয়াশ বার - ১২ পিস কম্বো প্যাকে ১০ টাকা ছাড়!
যেকোনো উৎসবে অতিথির আগমন বেড়ে যায় আর সাথে বাড়ে আপ্যায়নে ব্যবহৃত বাসনপত্র ধোয়ার কাজ। ট্রিক্স লেমন ডিশওয়াশ বারের শক্তিশালী ফোম দাগ-চর্বি দূর করে বাসনপত্রকে করে তোলে ঝকঝকে পরিষ্কার। সাথে এটি আপনার হাতের ত্বককেও রাখে নরম ও কোমল। ১২ পিসের কম্বো প্যাকটি এখন ১০ টাকা ছাড়ে মাত্র ১১০ টাকায় – আপনার রান্নাঘরকে সতেজ রাখার সেরা সমাধান! এই অফারটি ঈদের আগের দিন পর্যন্ত চলবে।
ঝকঝকে ওয়াশরুমের জন্য ডোমেক্স টয়লেট ক্লিনার - ৭০ টাকা ছাড় সাথে কনটেইনার ফ্রি!
স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতা খুবই জরুরি। আপনার ওয়াশরুমকে জীবাণুমুক্ত ও সতেজ রাখতে দারাজে ডোমেক্স ওশান ফ্রেশ টয়লেট ক্লিনিং লিকুইড পাওয়া যাচ্ছে এখন ১৭০ টাকার পরিবর্তে মাত্র ১০০ টাকায়! আর হ্যাঁ, এর সাথে পাচ্ছেন একটি কনটেইনার একদম ফ্রি! ওশান ফ্রেশ সুবাস আপনার ওয়াশরুমকে রাখবে সতেজ।
পোলাওয়ের জন্য বুনিয়াদি চিনিগুড়া চাল – ১ কেজিতে ৩৪ টাকা ছাড়!
ঈদের বিশেষ আয়োজনে সুস্বাদু চিনিগুড়া পোলাও ছাড়া কি চলে? বুনিয়াদি চিনিগুড়া চাল স্বাস্থ্যকর এবং স্বাদে উৎকৃষ্ট, যা আপনার রান্না করা পোলাওকে করে তুলবে আরও সুস্বাদু। দারাজ ৬.৬ সেলে ১৭০ টাকা মূল্যের ১ কেজি বুনিয়াদি চিনিগুড়া চাল এখন পাচ্ছেন মাত্র ১৩৬ টাকায়, অর্থাৎ ২০% ছাড়ে! ঈদের ভোজের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। অফারটি ঈদের আগ দিন পর্যন্ত চলবে।
কোরবানির জন্য নির্ভুল ওজন মাপার স্কেল - মাত্র ২৬০ টাকায়
নির্ভুলভাবে ওজন মাপার জন্য স্কেল অপরিহার্য। আর কোরবানির সময় এর প্রয়োজনীয়তা বেড়ে যায় কয়েক গুণ। দারাজের ৬.৬ সেলে এখন ডিজিটাল হ্যাঙ্গিং ওয়েট স্কেল পাচ্ছেন অবিশ্বাস্য ৬৪% ছাড়ে মাত্র ২৬০ টাকায়! এর আসল মূল্য ৭০০ টাকা। হালকা, পোর্টেবল এবং সুবিধাজনক এই স্কেলটি দিয়ে ঈদের পর সারা বছরও যেকোনো কিছু নিখুঁতভাবে মাপতে পারবেন। এই দারুণ অফারটি ২০ মে থেকে ৫ জুন পর্যন্ত চলবে।
কেন দারাজ থেকে কিনবেন?
ঈদের ভিড় এড়িয়ে ঘরে বসেই প্রয়োজনীয় সবকিছু কেনার সেরা সুযোগ দিচ্ছে দারাজ। দারাজ থেকে কেনাকাটার কিছু বাড়তি সুবিধা নিচে দেওয়া হলো:
আপনার ঈদ প্রস্তুতিকে আরও আনন্দময় করতে আজই দারাজ অ্যাপ ভিজিট করুন এবং তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে চোখ রাখুন সর্বশেষ অফার ও আপডেটের জন্য।
ডিসক্লেইমার
প্রতিবেদনটি একটি বিজ্ঞাপন বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। আর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে তৈরি করা। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়।