Published : 19 Dec 2023, 08:34 PM
ফ্রেশ প্রিমিয়াম চা কিনে পাওয়া স্ক্র্যাড কার্ড ঘষে মোটরসাইকেল জিতেছেন হবিগঞ্জের মো. মমিন উদ্দিন খা হানূ।
স্ক্র্যাচ কার্ড ট্রেড প্রোগ্রামের আওতায় এই পুরস্কার দিয়েছে ফ্রেশ চা ব্র্যান্ডের স্বত্ত্বাধিকারী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই)।
মঙ্গলবার এমজিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে চারদিন আগে এমজিআইয়ের গুলশান কার্যালয় ‘ফ্রেশ হাউসে’ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হওয়ার কথা জানানো হয়।
এমজিআই জানিয়েছে, এই অফারে অংশ নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁর মো. সবুজ এবং রংপুরের স্বপন মাইক্রোওভেন জিতেছেন।
দেশব্যাপী ট্রেড প্রোগ্রামে হাজারো ক্রেতা নগদ ছাড়ের পাশাপাশি কম্ফোর্টার, স্মার্টফোনসহ বিভিন্ন রকম আকর্ষনীয় পুরস্কার জেতার সুযোগ পেয়েছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে এমজিআইয়ের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ও হিসাব প্রধান এস এম মুজিবুর রহমান, ব্যবসায় প্রধান (ডেইরি) গালীব বিন মোহাম্মদ, জ্যেষ্ঠ উপ-মহাব্যবস্থাপক এস কে বেলাল হোসেন, মহাব্যবস্থাপক মো. আকতারুল আলম শাহ্, সহকারী মহাব্যবস্থাপক মুনতাসির মামুন, ট্রেড মার্কেটিং লিড মো. শাহিনুর ইসলাম এবং ফ্রেশ চায়ের সহকারী ব্র্যান্ড ম্যানেজার তওসিফ আহমেদ উপস্থিত ছিলেন।